IPL 2025: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার শুরুটা ভালোভাবে করতে পারেনি। তবে বৃহস্পতিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কেকেআর।
IPL 2025, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: বৃহস্পতিবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (Sunrisers Hyderabad) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফের ওপেনিং জুটি ব্যর্থ হলেও, মিডল অর্ডারের লড়াইয়ের সুবাদে লড়াই করার মতো স্কোর করতে পারল কেকেআর। ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) (৬ বলে ১ রান) ফের ব্যর্থ হলেন। অপর ওপেনার সুনীল নারিনও (Sunil Narine) (৭ বলে ৭ রান) ফের ব্যর্থ হলেন। ১৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। ২৭ বলে ৩৮ রান করেন রাহানে। তিনি ১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৩২ বলে ৫০ রান করেন রঘুবংশী। তিনি ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন।
ফর্মে ফিরলেন ভেঙ্কটেশ-রিঙ্কু
এবারের আইপিএল-এ কেকেআর-এর আগের ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। ২৯ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ভেঙ্কটেশ। তিনি ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। আন্দ্রে রাসেল (Andre Russell) ২ বলে ১ রান করেন। ৬ উইকেট হারিয়ে ২০০ রান করল কেকেআর।
ইডেনে ভালো বোলিং শামির
সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান মহম্মদ শামি (Mohammed Shami)। এই অভিজ্ঞ পেসার ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন। অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভারে ৪৭ রান দেন সিমরজিৎ সিং (Simarjeet Singh)। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন হর্ষল প্যাটেল (Harshal Patel)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।