LSG vs PBKS: ফের ব্যর্থ ঋষভ, প্রভসিমরন-শ্রেয়াসের দুরন্ত ব্যাটিংয়ে লখনউকে টেক্কা দিল পাঞ্জাব

Published : Apr 01, 2025, 10:43 PM ISTUpdated : Apr 01, 2025, 11:02 PM IST
Shreyas Iyer & Rishabh Pant

সংক্ষিপ্ত

IPL 2025, LSG vs PBKS: এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পাঞ্জাব কিংস। নতুন অধিনায়ক শ্রেয়াসের আইয়ারের নেতৃত্বে পরপর জয় পাচ্ছে পাঞ্জাব। ধারাবাহিকতা দেখাতে পারছে না লখনউ সুপার জায়ান্টস।

IPL 2025, Lucknow Super Giants vs Punjab Kings: এবারের আইপিএল-এ (IPL 2025) এখনও পর্যন্ত খুব বেশি ম্যাচে একপেশে লড়াই দেখা যায়নি। তবে সোমবার যেমন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) সহজেই হারিয়ে দিয়েছিল Mumbai Indians, মঙ্গলবার তেমনই লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) সহজেই হারিয়ে দিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। নিজেদের ঘরের মাঠে হেরে গেল লখনউ সুপার জায়ান্টস। ফের ব্যর্থ হলেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। অন্যদিকে, ভালো পারফরম্যান্স দেখালেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। ফের অধিনায়কের ব্যর্থতা এবং ঘরের মাঠে হার লখনউ সুপার জায়ান্টসের উপর চাপ বাড়ল। অন্যদিকে, টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব কিংস।

ফের বাজিমাত শ্রেয়াসের

গতবার কেকেআর অধিনায়ক হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হন শ্রেয়াস। তাঁকে রিটেইন করেনি কেকেআর। নিলামে পাঞ্জাব কিংসে সুযোগ পাওয়ার পর এবার নিজে যেমন ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন, তেমনই দলকেও জেতাচ্ছেন শ্রেয়াস। মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাবের অধিনায়ক। পাঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিং ৩৪ বলে ৬৯ রান করেন।  ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন নেহাল ওয়াধেরা। মূলত এই তিন ব্যাটারের জন্যই জয় পেল পাঞ্জাব কিংস।

ফের ব্যর্থ ঋষভ ও লখনউ

মঙ্গলবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান করে লখনউ। সর্বাধিক ৪৪ রান করেন নিকোলাস পুরাণ। আয়ূষ বাদোনি করেন ৪১ রান। ঋষভ ৫ বলে ২ রান করেই আউট হয়ে যান। পাঞ্জাবের বোলারদের মধ্যে আর্শদীপ সিং ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন। এরপর ১৬.২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল পাঞ্জাব। লখনউয়ের হয়ে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন দিগবেশ সিং রাঠি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম