LSG vs PBKS Live Updates: লখনউয়ের ইনিংস শেষ ১৭১ রানে, জয় কি ছিনিয়ে নিতে পারবে পাঞ্জাব?

Published : Apr 01, 2025, 09:09 PM ISTUpdated : Apr 01, 2025, 11:43 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

LSG vs PBKS Live Updates: মঙ্গলবার, সন্ধ্যায় মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস (Lucknow Super Giants vs Punjab Kings)। 

LSG vs PBKS Live Updates: আইপিএল-এর (IPL 2025) আরও একটি দুর্দান্ত ম্যাচ। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার, সন্ধ্যায় মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস (Lucknow Super Giants vs Punjab Kings)।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলল লখনউ (LSG vs PBKS 2025)। টসে জিতে এদিন বোলিং-এর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই চালাতে শুরু করেন মার্করাম। তাঁর সংগ্রহে ২৮ রান। তবে মিচেল মার্শ ফিরে যান খালি হাতে (LSG vs PBKS Live Score)। কিন্তু এই ম্যাচেও হতাশ করেননি নিকোলাস পুরান। খেলেন ৩০ বলে ৪৪ রানের অসাধারণ ইনিংস। কিন্তু ব্যর্থ হলেন পন্থ, মাত্র ২ রান করলেন তিনি (IPL 2025 Live Score)।  

 

 

অন্যদিকে, আয়ূষ বাদোনির ঝুলিতে ৩৩ বলে ৪১ রান এবং ডেভিড মিলার করেন ১৯ রান। তবে দলে নতুন অন্তর্ভুক্ত হওয়া আবদুল সামাদ বেশ ভালো খেললেন, করলেন ১২ বলে ২৭ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলল লখনউ সুপার জায়ান্টস (IPL 2025 News and Updates)। 

 

 

পাঞ্জাবের হয়ে ৩টি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং। ১টি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জ্যানসেন এবং যুযুবেন্দ্র চাহাল ((LSG vs PBKS Live updates)।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম