সুযোগ পাবেন ২০৪ জন, আইপিএল নিলামে থাকছেন ৫৭৪ ক্রিকেটার, তালিকা তৈরি বিসিসিআই-এর

কয়েকদিন পরেই আইপিএল-এর মেগা নিলাম হতে চলেছে সৌদি আরবের জেড্ডায়। এই নিলাম ঘিরে এখন প্রস্তুতিতে ব্যস্ত বিসিসিআই কর্তারা।

এবার আইপিএল-এর মেগা নিলামে থাকছেন মোট ৫৭৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় এবং ২০৮ জন ক্রিকেটার বিদেশি। আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশগুলি থেকে তিনজন ক্রিকেটার আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৪৮ জন ভারতীয় ক্রিকেটার নিলামে থাকছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ১৯৩ জন বিদেশি ক্রিকেটার আইপিএল নিলামে থাকছেন। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়া ৩১৮ জন ভারতীয় ক্রিকেটার নিলামে থাকছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না পাওয়া ১২ জন বিদেশি ক্রিকেটারও আইপিএল নিলামে থাকছেন। ১০টি ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটারদের মধ্যে থেকে ২০৪ জনকে বেছে নেবে।

দুই সেটে থাকছেন মার্কি ক্রিকেটাররা

Latest Videos

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল নিলামে দুই সেটে থাকবেন মার্কি ক্রিকেটাররা। প্রথম সেটে থাকছেন জস বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, কাগিসো রাবাডা, আর্শদীপ সিং ও ও মিচেল স্টার্ক। দ্বিতীয় সেটে থাকছেন যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, কে এল রাহুল, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। বেশিরভাগ মার্কি ক্রিকেটারেরই বেস প্রাইস ২ কোটি টাকা। কয়েকজনের বেস প্রাইস দেড় কোটি টাকা।

ব্যাটার-অলরাউন্ডারদের আলাদা সেট

আইপিএল নিলামে অলরাউন্ডারদের সেটে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, রাচিন রবীন্দ্র, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিসরা। ব্যাটারদের সেটে থাকছেন হ্যারি ব্রুক, ডেভন কনওয়ে, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, ডেভিড ওয়ার্নাররা।

নিলাম পরিচালনায় মল্লিকা সাগর

উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম পরিচালনা করে জনপ্রিয় হয়ে উঠেছেন মল্লিকা সাগর। তিনিই এবার আইপিএল নিলাম পরিচালনা করবেন। ২৪ ও ২৫ নভেম্বর ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটায় সৌদি আরবের জেড্ডায় শুরু হবে আইপিএল নিলাম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

রঞ্জি ট্রফিতে প্রথমবার ৫ উইকেট, আইপিএল নিলামের আগে ফর্মে অর্জুন তেন্ডুলকর

রঞ্জি ট্রফিতে ইনিংসে ১০ উইকেট, আইপিএল নিলামের আগে নজরে অংশুল কম্বোজ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia