সংক্ষিপ্ত

অতীতে রঞ্জি ট্রফিতে মূলত ব্যাটার ও স্পিনারদেরই দাপট দেখা যেত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ঘরোয়া ক্রিকেট থেকে অনেক পেসার উঠে আসছেন।

রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন হরিয়ানার পেসার অংশুল কম্বোজ। শুক্রবার কেরলের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিন রোহতকের চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে কেরলের প্রথম ইনিংসে ৩০.১ ওভার বোলিং করে ৯ মেডেন-সহ ৪৯ রান দিয়ে ১০ উইকেট নিলেন অংশুল। তাঁর দাপটে প্রথম ইনিংসে ২৯১ রানে অলআউট হয়ে গেল কেরল। তবে অংশুল বিরল নজির গড়লেও, হরিয়ানার পক্ষে এই ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনিবার ম্যাচের শেষ দিন। খুব বেশি হলে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেতে পারে হরিয়ানা। তবে ম্যাচের ফল যাই হোক না কেন, নজর কেড়ে নিলেন অংশুল।

রঞ্জি ট্রফিতে বিরল নজির

রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েন বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রেমাংশু চট্টোপাধ্যায়। ১৯৫৭ সালের জানুয়ারিতে জোড়হাটে অসমের বিরুদ্ধে ২০ রান দিয়ে ১০ উইকেট নেন প্রেমাংশু। দ্বিতীয় বোলার হিসেবে এই নজির গড়েন রাজস্থানের প্রদীপ সুন্দরম। ১৯৮৫ সালের নভেম্বরে জোধপুরের বরকতউল্লাহ খান স্টেডিয়ামে বিদর্ভের বিরুদ্ধে এই নজির গড়েন প্রদীপ। এবার এক ইনিংসে ১০ উইকেট নিলেন অংশুল। প্রথম শ্রেণির ক্রিকেটে আরও তিনজন বোলার এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। ১৯৫৪-৫৫ মরসুমে এই নজির গড়েন কিংবদন্তি সুভাষ গুপ্তে। ১৯৯৯ সালে দিল্লি টেস্ট ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। ২০০০-২০০১ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেন ওড়িশার প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি।

আইপিএল নিলামের আগে নজর কাড়লেন অংশুল

২০২৪ সালের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস দলে ছিলেন অংশুল। কয়েকদিন পরেই আইপিএল নিলাম হতে চলেছে। তার আগে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অংশুল। ফলে নিলামে তিনি বিপুল অর্থ পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'নিজের রাজত্বে ফিরেছে রাজা,' বিরাট কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়াকে হুঁশিয়ারি রবি শাস্ত্রীর

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অসাধারণ বোলিং, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ডাক পেতে পারেন শামি

২ জনের ত্রিশতরান, ৬০৬ রানের পার্টনারশিপ, রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গোয়ার