আসছে আইপিএল-এর (IPL) মহা নিলাম। ইতিমধ্যেই নিয়ম প্রকাশ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
আসছে আইপিএল-এর (IPL) মহা নিলাম। ইতিমধ্যেই নিয়ম প্রকাশ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
তবে নিলাম (Auction) কোথায় হবে তা নিয়ে কিন্তু বেশ জল্পনা চলছে। সোমবার, বোর্ড সভাপতি রাজীব শুক্লার (Rajiv Shukla) কথায়, মহা নিলাম এবার বিদেশেই হবে। তবে তা কোথায় হবে, তা তিনি উল্লেখ করেননি। সেইসঙ্গে, কানপুরের মাঠ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটিকে অবশ্য ধামাচাপা দিয়েছেন তিনি।
গতবার মিনি নিলাম হয়েছিল দুবাইতে। অতীতে সেখানে আইপিএলের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। শুক্লার ইঙ্গিত, এইবারও দুবাইতে নিলাম হতে পারে। তিনি বলেছেন, “দেশ এবং বিদেশ দুটি বিকল্পই খোলা রয়েছে। শেষবার, দুবাইতে সফলভাবে নিলাম আয়োজন করা হয়েছিল। এবার এতে বিদেশের সমর্থকদেরও পাশে পাওয়া যায়।”
তিনি আরও যোগ করেছেন, “আসলে সমর্থকদের পাশে পাওয়া দরকার। ম্যাচ আয়োজন না করতে পারলেও, এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতেই পারে। এর ফলে সমর্থকদের উৎসাহও অনেকটা বাড়ে। তাই সমস্ত বিকল্পই আমাদের কাছে খোলা রয়েছে।”
ওদিকে আবার কানপুরে ভিজে মাঠের কারণে দুদিন খেলা নষ্ট হয়েছে। তারপরই দাবি উঠেছে যে, নির্দিষ্ট কিছু মাঠে টেস্ট আয়োজন করার। সেই প্রসঙ্গে শুক্লা জানিয়েছেন, “বোর্ডের প্রশাসনে থাকার দরুণ সমালোচনার সঙ্গে আমরা অভ্যস্ত। তবে এখন সব কিছু নিয়েই সমালোচনা হচ্ছে। কানপুরে ম্যাচ না দিলেও সমালোচিত হতে হয়। আবার এখন ম্যাচ দিয়েও সমালোচনা হচ্ছে। এই মাঠ প্রায় ৮০ বছরের পুরনো। আগে এখানে নিয়মিত টেস্ট খেলা হত। এই ৮০ বছরে প্রথমবার এত বৃষ্টি হয়েছে বলেই খেলা হয়নি।”
ফলে, আইপিএল-এর নিলাম যে এবার বাইরেই হবে, তা একপ্রকার নিশ্চিত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।