রবিবার-সোমবার সৌদি আরবে আইপিএল ২০২৫ মেগা নিলাম, কখন, কীভাবে দেখা যাবে?

আইপিএল নিলাম এর আগেও বিদেশে হয়েছে। তবে এবারই প্রথম সৌদি আরবে এই নিলাম হতে চলেছে। আইপিএল-এর ১০টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা এবং বিসিসিআই কর্তারা সৌদি আরবে পৌঁছে গিয়েছেন।

রবিবার ও সোমবার সৌদি আরবের জেড্ডায় হতে চলেছে আইপিএল ২০২৫ মেগা নিলাম। এই নিলামে থাকছেন ৫৭৭ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২১০ জন বিদেশি ক্রিকেটার এবং ৩৬৭ জন ভারতীয় ক্রিকেটার। ১০টি ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেতে চলেছেন মোট ২০৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে থাকবেন ৭০ জন বিদেশি ক্রিকেটার। এবার আইপিএল মেগা নিলামের জন্য প্রাথমিকভাবে নাম নথিভুক্ত করেন ১,৫৭৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে শেষপর্যন্ত নিলামে থাকছেন ৫৭৭ জন ক্রিকেটার। দেশ-বিদেশের নামী ক্রিকেটাররা নিলামে থাকছেন। ঋষভ পন্থ, কে এল রাহুলরা এবার কোন দলে যাবেন, তা নিয়ে ক্রিকেট মহলে আগ্রহ রয়েছে।

কখন, কীভাবে দেখা যাবে আইপিএল ২০২৫ মেগা নিলাম?

Latest Videos

রবিবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে তিনটেয় আইপিএল ২০২৫ মেগা নিলাম শুরু হতে চলেছে। প্রথমে মার্কি সেটে থাকা ক্রিকেটারদের নিলাম হবে। এই পর্ব চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এরপর ৪৫ মিনিটের বিরতি থাকবে। তারপর বিকেল পাঁচটা বেজে ৪৫ মিনিটে ফের নিলাম শুরু হবে। এই পর্ব চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সোমবারও ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে তিনটেয় নিলাম শুরু হবে। টেলিভিশনে সরাসরি আইপিএল নিলাম দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?

আইপিএল ২০২৫ মেগা নিলাম শুরু হওয়ার আগে সবচেয়ে বেশি টাকা আছে পাঞ্জাব কিংসের হাতে। এই ফ্র্যাঞ্চাইজির হাতে ১১০.৫ কোটি টাকা আছে। রাজস্থান রয়্যালসের হাতে আছে ৪১ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৫৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ৭৩ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৫১ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ৮৩ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসের হাতে আছে ৬৯ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ানসের হাতে আছে ৪৫ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ৪৫ কোটি টাকা। গুজরাট টাইটানসের হাতে আছে ৬৯ কোটি টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল নিলামের নতুন নিয়ম, ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস

আইপিএল-এর সঙ্গে সরাসরি টক্কর, দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে হবে পাকিস্তান সুপার লিগ?

হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট