আইপিএল নিলামের নতুন নিয়ম, ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস

রাত পোহালেই সৌদি আরবে শুরু হচ্ছে আইপিএল ২০২৫ মেগা নিলাম। সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই সৌদি আরবে পৌঁছে গিয়েছেন। নিলামের জন্য শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবপক্ষ।

রবিবার একটু পিছিয়ে থেকেই আইপিএল ২০২৫ মেগা নিলামে লড়াই শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। একই অবস্থানে রাজস্থান রয়্যালস। আইপিএল-এর বাকি সব ফ্র্যাঞ্চাইজি ‘রাইট টু মার্চ’-এর সুবিধা পেলেও, কেকেআর ও রাজস্থান রয়্যালস এই সুবিধা পাচ্ছে না। কারণ এই দুই ফ্র্যাঞ্চাইজি নিলামের আগেই ৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। ফলে নিলামের সময় ‘রাইট টু মার্চ’-এর সুবিধা পাচ্ছে না। তবে এছাড়া এই দুই ফ্র্যাঞ্চাইজির অন্য কোনও সমস্যা নেই। নিলামে কোন ক্রিকেটারদের দলে নেওয়ার চেষ্টা করা হবে, সে বিষয়ে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির মতো পরিকল্পনা শুরু করে দিয়েছে কেকেআর ও রাজস্থান রয়্যালস।

‘রাইট টু মার্চ’ কী?

Latest Videos

২০১৮ সালের আইপিএল থেকে চালু হয়েছে ‘রাইট টু মার্চ’ নিয়ম। এই নিয়ম অনুযায়ী, গত মরসুমে নিজেদের দলে খেলা কোনও একজন ক্রিকেটারকে দলে ফেরানোর সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলি। যে ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএল নিলামের আগে ৬ জন ক্রিকেটারকেই রিটেইন করেনি, শুধু তারাই ‘রাইট টু মার্চ’-এর সুবিধা পাচ্ছে। এই নিয়ম অনুযায়ী, নিলামে কোনও একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে বেশি যে দর দেওয়া হবে, ‘রাইট টু মার্চ’ কাজে লাগিয়ে সেই দর দিতে পারবে সংশ্লিষ্ট ক্রিকেটারের পুরনো ফ্র্যাঞ্চাইজি। এরপর অন্য ফ্র্যাঞ্চাইজি দর বাড়ানোর সুযোগ পাবে। সেই ক্রিকেটারের পুরনো ফ্র্যাঞ্চাইজি যদি একই পরিমাণে অর্থ দিতে রাজি হয়, তাহলে তারাই সেই ক্রিকেটারকে দলে নিতে পারবে।

রবিবার কখন শুরু আইপিএল নিলাম?

রবিবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে তিনটেয় শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ মেগা নিলাম। মার্কি সেটের নিলাম চলবে দেড় ঘণ্টা। এরপর ৪৫ মিনিটের বিরতি থাকবে। তারপর বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে ফের শুরু হবে নিলাম। এই নিলাম চলবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১০টা পর্যন্ত। প্রথমবার আইপিএল নিলাম পরিচালনা করবেন মল্লিকা সাগর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এর সঙ্গে সরাসরি টক্কর, দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে হবে পাকিস্তান সুপার লিগ?

সুযোগ পাবেন ২০৪ জন, আইপিএল নিলামে থাকছেন ৫৭৪ ক্রিকেটার, তালিকা তৈরি বিসিসিআই-এর

হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari