সৌদি আরবের রাজধানী রিয়াধে হতে পারে আইপিএল নিলাম, সম্ভাব্য তারিখ ২৪-২৫ নভেম্বর

Published : Nov 04, 2024, 03:21 PM ISTUpdated : Nov 04, 2024, 03:48 PM IST
Dubai IPL Auction 2024

সংক্ষিপ্ত

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, আইপিএল-এর সঙ্গে যুক্ত হতে চলেছে সৌদি আরব। এবার হয়তো এই জল্পনা সত্যি হতে চলেছে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে।

এবার আইপিএল-এর মেগা নিলাম হতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াধে। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ হতে পারে নিলাম। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে।এখনও সরকারিভাবে এ বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারে। বিসিসিআই কর্তারা এখন নিলামের যাবতীয় বন্দোবস্ত করতে ব্যস্ত। কোথায় নিলাম হবে, কত তারিখে হবে, সেসব নিয়ে এখন আলোচনা চলছে। কয়েকদিন পরেই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। ২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২৪ নভেম্বর ম্যাচের তৃতীয় দিন। সেদিনই আইপিএল নিলাম শুরু হলে সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আইপিএল-এর সম্প্রচার স্বত্ব পেয়েছে ডিজনি স্টার। একইসঙ্গে ভারত-অস্ট্রেলিয়া সিরিজও সম্প্রচার করছে এই সংস্থা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি আইপিএল নিলাম নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ রয়েছে। সম্প্রচারে যাতে কোনওরকম সমস্যা না হয়, সে বিষয়েই এখন আলোচনা চলছে।

নিলামের সময় নিয়ে আলোচনা

বিসিসিআই-এর সুবিধা হল, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ শুরু হয় ভারতীয় সময় অনুযায়ী ভোরবেলা। দুপুরের মধ্যে খেলা শেষ হয়ে যায়। ফলে ২৪ ও ২৫ নভেম্বর বিকেলে যদি আইপিএল নিলাম শুরু হয়, তাহলে সম্প্রচার নিয়ে কোনও সমস্যা হবে না। এই কারণেই এখন আইপিএল নিলামের তারিখ ও সময় নিয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার সময় ভারতের চেয়ে এগিয়ে এবং সৌদি আরবের সময় ভারতের চেয়ে পিছিয়ে। ফলে বিসিসিআই-এর সুবিধা হচ্ছে।

নিলামে তারকা ক্রিকেটারদের দিকে নজর

আইপিএল নিলামে ঋষভ পন্থ, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, আর্শদীপ সিংয়ের মতো তারকা ক্রিকেটারদের দিকে নজর থাকবে। যে তারকা ক্রিকেটারদের রিটেইন করেনি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলি, তাঁরা কোন দলে জায়গা পান, সেদিকে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ফর্মে ফিরতে সময় দরকার,' বিরাট কোহলি-রোহিত শর্মার পাশে অভিষেক নায়ার

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে নেই মহম্মদ শামি, বোলিং আক্রমণ নিয়ে সমস্যায় পড়বেন রোহিত শর্মা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতেই কড়া পদক্ষেপ গম্ভীরের, বিশেষ সুবিধা হারালেন বিরাটরা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার