সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এতদিন কঠোর মনোভাব দেখাননি। এবার সেই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর।

রবি শাস্ত্রীর আমলে ভারতীয় দলে যে সংস্কৃতি শুরু হয়েছিল, গৌতম গম্ভীরের আমলে এবার তাতে বদল আসছে। এতদিন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা ইচ্ছামতো অনুশীলন করার বিশেষ সুবিধা পেতেন। তাঁদের জন্য ঐচ্ছিক অনুশীলন পর্বের ব্যবস্থা থাকত। কিন্তু দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল টেস্ট সিরিজ খোয়ানোর পর কড়া অবস্থান নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এবার আর দলের কোনও ক্রিকেটারকেই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। দলের কোনও ক্রিকেটারই আর আলাদা কোনও সুবিধা পাচ্ছেন না। দলের সবাইকে সমান চোখে দেখা হবে। অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলি, তারকা পেসার জসপ্রীত বুমরাকেও দলের বাকিদের মতোই দেখা হবে।

কী সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের?

এতদিন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনের সুবিধা পেতেন। এর সুবিধা নিচ্ছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার ও বোলাররা। তাঁরা দলের সবার সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেওয়ার বদলে হাল্কা অনুশীলন করতেন। কিন্তু এবার থেকে আর সেটা হচ্ছে না। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট সব ক্রিকেটারকে নির্দেশ দিয়েছে, ৩০ ও ৩১ অক্টোবর সব ক্রিকেটারকে অনুশীলনে হাজির থাকতে হবে। কোনও ক্রিকেটার অনুশীলন এড়িয়ে যেতে পারবেন না। সব ক্রিকেটারকে অনুশীলনে থাকতে হবে।’ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে স্পষ্ট, দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার ভালোভাবে নেওয়া হচ্ছে না। ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হারে বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট ক্ষুব্ধ। এই কারণেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতের টেস্ট দলে বদল আসবে?

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারতীয় দলে হেরে যাওয়ার পর টি-২০ দলে অনেক পরিবর্তন আনে বিসিসিআই। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর ভারতের টেস্ট দলেও বদল দেখা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আড়াই দশক পর ফের লজ্জার সামনে ভারতীয় দল, দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবেন রোহিতরা?

অবসর ভেঙে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন ওয়ার্নার? কী জানালেন অস্ট্রেলিয়ার কোচ?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?