PBKS vs DC Live Updates: টসে জিতে বোলিং নিল দিল্লী, কেমন হচ্ছে দুই দলের প্রথম একাদশ?

Published : May 24, 2025, 07:02 PM ISTUpdated : May 24, 2025, 07:15 PM IST
Delhi Capitals ipl 2025

সংক্ষিপ্ত

PBKS vs DC Live Updates: নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। তবুও লড়াই ভালো হবে (PBKS vs DC 2025)। 

PBKS vs DC Live Updates: আইপিএল (IPL 2025 live score) গ্রুপ পর্যায়ের ম্যাচে শনিবার সন্ধ্যায়, জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (Punjab Kings vs Delhi Capitals)।

সেই ম্যাচেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল দিল্লী ক্যাপিটালস

 

 

যদিও ইতিমধ্যেই প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব। উল্টোদিকে আবার দিল্লী আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। স্বাভাবিকভাবেই, নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু আইপিএল পয়েন্টস টেবিলে সবার উপরে থাকতে গেলে আবার এই ম্যাচে জয় পেতে চাইবে PBKS (PBKS vs DC 2025 Dream 11 prediction)।

নিঃসন্দেহে, এদিনের ম্যাচে নজর কাড়তে পারেন একাধিক ক্রিকেটার। একদিকে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, যুযুবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং-এর দিকে নজর রাখতেই হবে (IPL 2025 points table)।

 

 

অপরদিকে, দিল্লীর হয়ে বুধবার পার্থক্য গড়ে দিতে পারেন ফ্যাফ ডু প্লেসিস, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব এবং দুশমান্থা চামিরা (dc vs pbks)।

দুটি দলের প্রথম একাদশে কারা রয়েছেন?

পাঞ্জাব কিংসঃ প্রভসিমরণ সিং, প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, আজমতুল্লাহ ওমরজাই, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিং

ইমপ্যাক্ট সাবঃ প্রবীণ দুবে, বিজয়কুমার ভিশাক, সূর্যাংশ শেডগে, কাইল জেমিয়েসন, জেভিয়ার বার্টলেট

দিল্লী ক্যাপিটালসঃ ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), সেদিকুল্লাহ অটল, করুণ নায়ার, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস (উইকেটকিপার), আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার

ইমপ্যাক্ট সাবঃ কেএল রাহুল, মনবন্ত কুমার, ত্রিপূর্ণা বিজয়, অজয় ​​মন্ডল, দর্শন নালকান্দে

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম