Punjab Kings vs Rajasthan Royals: বিফলে নেহাল ওয়াধেরার মরিয়া লড়াই, পাঞ্জাবকে হারিয়ে দিল রাজস্থান

Published : Apr 05, 2025, 11:55 PM ISTUpdated : Apr 05, 2025, 11:57 PM IST
Rajasthan Royals

সংক্ষিপ্ত

IPL 2025, PBKS vs RR: শনিবার চলতি আইপিএল-এ (IPL 2025) প্রথমবার কোনও ম্যাচে হেরে গেল পাঞ্জাব কিংস (Punjab Kings)। ঘরের মাঠে শ্রেয়াস আইয়ারদের ছন্দপতন হল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় পেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

IPL 2025, Punjab Kings vs Rajasthan Royals: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হারে আগেই চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকায় শীর্ষস্থান খোয়াতে হয়েছিল। এরপর একই দিনে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৫০ রানে হেরে আরও পিছিয়ে পড়ল পাঞ্জাব কিংস (Punjab Kings)। শনিবার দিনটা শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) জন্য ভালো গেল না। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) ছাড়া কেউই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। অন্যদিকে, দলগত পারফরম্যান্সের সুবাদে জয় পেল রাজস্থান রয়্যালস। ফর্মে ফিরলেন যশস্বী জয়সোয়াল (Nehal Wadhera), অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভালো পারফরম্যান্স দেখালেন রিয়ান পরাগ (Riyan Parag), জোফ্রা আর্চার (Jofra Archer). সন্দীপ শর্মা (Jofra Archer), মাহিশ থিকসানা (Maheesh Theekshana)। রাজস্থান রয়্যালসের জয়ে দলের সবার অবদান থাকল।

প্রথম হার পাঞ্জাবের

চলতি আইপিএল-এ প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ভালো জায়গায় ছিল পাঞ্জাব কিংস। কিন্তু শনিবার ঘরের মাঠে শ্রেয়াসদের কিছুই ঠিকমতো হল না। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। যশস্বীর ৪৫ বলে ৬৭, সঞ্জুর, ২৬ বলে ৩৮, পরাগের ২৫ বলে অপরাজিত ৪৩ রানের সুবাদে ৪ উইকেটে ২০৫ রান করে রাজস্থান রয়্যালস। পাঞ্জাবের হয়ে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন লকি ফার্গুসন। বিরাট টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করল পাঞ্জাব কিংস। নেহাল ৪১ বলে ৬২ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ২১ বলে ৩০ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন আর্চার। ২১ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ। ২৬ রান দিয়ে ২ উইকেট নেন থিকসানা।

৪ নম্বরে নেমে গেল পাঞ্জাব কিংস

এদিন হেরে যাওয়ায় ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে নেমে গেল পাঞ্জাব কিংস। অন্যদিকে, ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম