PBKS vs RCB: আরসিবি-র নিয়ন্ত্রিত বোলিং, ঘরের মাঠে আটকে গেল পাঞ্জাব কিংস

Published : Apr 20, 2025, 05:27 PM ISTUpdated : Apr 20, 2025, 06:10 PM IST
Punjab Kings

সংক্ষিপ্ত

IPL 2025 PBKS vs RCB: চলতি আইপিএল-এ ঘরের মাঠ চণ্ডীগড়ে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না পাঞ্জাব কিংস (Punjab Kings)। রবিবার রয়্যল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে সমস্যায় পড়ল পাঞ্জাব।

IPL 2025 Punjab Kings vs Royal Challengers Bengaluru: ঘরের মাঠে আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পাঞ্জাব কিংস (Punjab Kings)। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল ৬ উইকেটে ১৫৭ রান করল। কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারলেন না। আরসিবি বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেন। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya)। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ২ উইকেট নিলেন সূযশ শর্মা (Suyash Sharma)। ২ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ১ উইকেট নিলেন রোমারিও শেফার্ড (Romario Shepherd)। আরসিবি-র পক্ষে ১৫৮ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া হয়তো কঠিন হবে না।

ভালো শুরু করেও আটকে গেল পাঞ্জাব

পাঞ্জাব কিংসের ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ও প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। ওপেনিং জুটিতে যোগ হয় ৪২ রান। প্রিয়াংশ ১৫ বলে ২২ রান করেন। প্রভসিমরন ১৭ বলে ৩৩ রান করেন। অধিনায়ক শ্রেয়াস ১০ বল খেলে ৬ রান করেন। জস ইনগ্লিস (Josh Inglis) ১৭ বলে ২৯ রান করেন। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) ৬ বল খেলে ৫ রান করেন। শশাঙ্ক সিং (Shashank Singh) ৩৩ বল খেলে ৩১ রান করে অপরাজিত থাকেন। মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ২ বল খেলে ১ রান করেন। ২০ বল খেলে ২৫ রান করে অপরাজিত থাকেন মার্কো জ্যানসেন (Marco Jansen)।

পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার লড়াই পাঞ্জাবের

চলতি আইপিএল-এ ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাঞ্জাব কিংস। রবিবার আরসিবি-কে হারাতে পারলে শীর্ষে চলে যাবেন শ্রেয়াসরা। তাঁরা সেই লক্ষ্যেই খেলতে নেমেছেন। তবে এই ম্যাচে পাঞ্জাবের পক্ষে জয় পাওয়া অত্যন্ত কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম