Salman Nizar: ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে (2007 ICC World Twenty20) ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মেরেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। রবি শাস্ত্রীও (Ravi Shastri) এই নজির আছে। এবার নতুন নজির হল।
সলমন নিজার, এই ক্রিকেটারের নাম শোনেননি? এবার থেকে যে নজর রাখতেই হবে
সলমন নিজারের নজির
১২ বলে ১১ ওভার-বাউন্ডারি! অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু বাস্তবে ঠিক সেটাই ঘটেছে। কোনও অপেশাদার ম্যাচ নয়, কেরল ক্রিকেট লিগে কালিকট গ্লবস্টারস ও আদানি ত্রিবান্দাম রয়্যালসের ম্যাচে এই নজির গড়েছেন সলমন নিজার। এই ব্যাটার মাত্র ২৬ বলে ৮৬ রান করেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেটে ১৮৬ রান করে কালিকট। তিরঅনন্তপুরমে এই নজির গড়েছেন সলমন। কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অন্য কোনও ব্যাটারের এই নজির আছে কি না, তা এখনও জানা যায়নি।
DID YOU KNOW ?
সলমন নিজারের নজির
রবি শাস্ত্রী, যুবরাজ সিংয়ের মতোই ১ ওভারে ৬ ওভার-বাউন্ডারি মারলেন সলমন নিজার।
26
বাসিল থাম্পির মতো ঘরোয়া ক্রিকেটে পরিচিত বোলারকেও রেয়াত করেননি সলমন নিজার
সলমন নিজারে তাণ্ডবে বিধ্বস্ত বাসিল থাম্পি
আদানি ত্রিবান্দাম রয়্যালসের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করতে নেমে চাপে পড়ে গিয়েছিল কালিকট গ্লবস্টারস। ১৮ ওভারের শেষে রান ছিল ৬ উইকেটে ১১৫। এরপরেই সলমন নিজারের তাণ্ডব শুরু হয়। ১৯-তম ওভারে বোলিং করতে যান আইপিএল-এ খেলা বাসিল থাম্পি। তাঁর প্রথম ৫ বলেই ওভার-বাউন্ডারি মারেন সলমন। শেষ ওভারে নিজে স্ট্রাইক নিতে চান বলে ১৯-তম ওভারের শেষ বলে ১ রান নেন সলমন। হাঁফ ছেড়ে বাঁচেন থাম্পি।
৬
১ ওভারে ৬ ওভার-বাউন্ডারি সলমন নিজারের।
কেরল ক্রিকেট লিগের ম্যাচে ১ ওভারে ৬ ওভার-বাউন্ডারি মারলেন সলমন নিজার।
36
ইনিংসের শেষ ওভারেও তাণ্ডব চালিয়ে ৪০ রান করে নতুন নজির গড়েন সলমন নিজার
শেষ ওভারেও বিধ্বংসী ব্যাটিং
আদানি ত্রিবান্দাম রয়্যালসের হয়ে ইনিংসের শেষ ওভারে বোলিং করতে যান অভিজিৎ প্রবীণ। তাঁর ৬ বলেই ওভার-বাউন্ডারি মারেন সলমন নিজার। এই ওভারে ওয়াইড বলে আরও ৪ রান হয়। ফলে এই ওভারে মোট ৪০ রান হয়। ইনিংসের শেষ ২ ওভারে মোট ৭১ রান হয়। সলমনের তাণ্ডবের সুবাদেই বিশাল স্কোর করতে সক্ষম হয় কালিকট গ্লবস্টারস। সলমন এই ইনিংস খেলতে না পারলে তাঁর দলের স্কোর হয়তো ১৩০ পার হত না।
১ ওভারে ৬ ওভার-বাউন্ডারি মেরে রবি শাস্ত্রী, যুবরাজ সিংদের নজির স্পর্শ সলমন নিজারের
সলমন নিজারের রেকর্ড
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে ১ ওভারে ৬ ওভার-বাউন্ডারি মারার নজির আছে যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন যুবরাজ। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১ ওভারে ৬ ওভার-বাউন্ডারি মারার নজির গড়েন রবি শাস্ত্রী। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কাইরন পোলার্ডও ১ ওভারে ৬ ওভার-বাউন্ডারি মারার নজির গড়েছেন। এবার তাঁদের নজির স্পর্শ করলেন সলমন নিজার।
56
ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের পর আইপিএল-এ সুযোগ পাওয়ার আশায় সলমন নিজার
রঞ্জি ট্রফিতেও ভালো ব্যাটিং সলমন নিজারের
গত মরসুমে রঞ্জি ট্রফিতে একাধিক ম্যাচে ভালো ব্যাটিং করেন সলমন নিজার। তিনি কেরলকে রঞ্জি ট্রফি ফাইনালে পৌঁছতে সাহায্য করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-২০ টুর্নামেন্টেও বিধ্বংসী ব্যাটিং করেন এই ব্যাটার। মুম্বইয়ের বিরুদ্ধে ৪৯ বলে ৯৯ রান করে অপরাজিত ছিলেন সলমন। গত মরসুমে কেরল ক্রিকেট লিগে ৪৫৫ রান করেন তিনি। এবার এই লিগে তিনি নতুন নজির গড়লেন।
66
লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেটেই বেশি মানানসই সলমন নিজারের ব্যাটিং
টি-২০ ফর্ম্যাটের উপযুক্ত সলমন নিজার
গত মরসুমে বিজয় হাজারে ট্রফিতে কেরলের অধিনায়ক ছিলেন সলমন নিজার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে তিনি এবারের দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চল দলে সুযোগ পেয়েছেন। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় নির্বাচক এবং বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির স্পটারদের নজর কেড়ে নেওয়াই সলমনের লক্ষ্য।