
IPL 2025 Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: যে ম্যাচ জিতলে চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাওয়া যেত, সেই ম্যাচই হেরে গিয়ে তিন নম্বরে নেমে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। শুক্রবার লখনউয়ে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে ৩৩ রানে হেরে গেল আরসিবি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৩১ রান করে হায়দরাবাদ। ২৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে গেল আরসিবি। এই হারের ফলে ১৩ ম্যাচ খেলে ১৭ পয়েন্টেই থেকে গেল রজত পতিদারের (Rajat Patidar) দল। অন্যদিকে, ১৩ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকল সানরাইজার্স হায়দরাবাদ।
এবারের আইপিএল-এর শুরুতে দুরন্ত শতরান করেছিলেন ঈশান কিষান (Ishan Kishan)। এরপর থেকে তাঁর ব্যাটে রানের খরা দেখা যাচ্ছিল। শুক্রবার ফর্মে ফিরলেন এই ব্যাটার। আরসিবি-র বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৮ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন ঈশান। তিনি ৭টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। ১৭ বলে ৩৪ রান করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৯ বলে ২৬ রান করেন অনিকেত ভার্মা (Aniket Verma)। ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।
এদিন আরসিবি-র বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ব্যাটাররাও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ওপেনার ফিলিপ সল্ট (Philip Salt) ও বিরাট কোহলি (Virat Kohli) ভালো ব্যাটিং করলেও, বাকিরা সেভাবে লড়াই করতে পারলেন না। সল্ট ৩২ বলে ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মেরে ৬২ রান করেন। বিরাট ২৫ বলে ৪৩ রান করেন। তিনি ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। ১৫ বলে ২৪ রান করেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। পতিদার করেন ১৮ রান। ময়াঙ্ক আগরওয়াল করেন ১১ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।