
সম্প্রচারকারীদের অনুরোধে আইপিএল শুরুর দিন বদলে যেতে চলেছে। ২৩ মার্চ নয়, ২২ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও সরকারিভাবে আইপিএল-এর সূচি ঘোষণা করা হয়নি। তবে বিসিসিআই সূত্রে খবর, হায়দরাবাদে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে। কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হবে ইডেনে। দু-একদিনের মধ্যেই আইপিএল-এর সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই। ২০০৮ সালে প্রথম আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে আরসিবি-র মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করেছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচেও আরসিবি-র বিরুদ্ধে কেকেআর সহজ জয় পাবে বলে আশা করছেন সমর্থকরা।
শনিবার শুরু আইপিএল
১২ জানুয়ারি মুম্বইয়ে বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভার পর সহ-সভাপতি রাজীব শুক্লা ইঙ্গিত দিয়েছিলেন, ২৩ মার্চ শুরু হতে পারে আইপিএল। তবে সম্প্রচারকারীদের পক্ষ থেকে অনুরোধ করা হয়, রবিবারের বদলে শনিবার আইপিএল-এর উদ্বোধনী ম্যাচের ব্যবস্থা করা হোক। সেই অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই। সম্প্রচারকারীদের কথা মেনেই ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। এখনও পর্যন্ত সরকারিভাবে আইপিএল-এর ১৮-তম সংস্করণের সূচি প্রকাশ করা না হলেও, ফ্র্যাঞ্চাইজিগুলিকে সূচি জানিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী স্টেডিয়ামগুলি বিশেষভাবে সাজানো হচ্ছে।
গুয়াহাটিতে আইপিএল ম্যাচ
আইপিএল-এ গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ২৩ মার্চ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ হতে চলেছে রাজস্থান রয়্যালস। এবার গুয়াহাটিতে আইপিএল ম্যাচ হতে চলেছে। রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম ভেন্যু গুয়াহাটি। সেখানে দু'টি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। ২৬ মার্চ কেকেআর-রাজস্থান ম্যাচ গুয়াহাটিতে। এরপর ৩০ মার্চ রাজস্থান-চেন্নাই সুপার কিংস ম্যাচও হবে গুয়াহাটিতে। ফলে অসমের ক্রিকেটপ্রেমীরাও এবার স্টেডিয়ামে গিয়ে আইপিএল ম্যাচ দেখার সুযোগ পেতে চলেছেন। অসম থেকে আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। তা সত্ত্বেও সেখানে আইপিএল ম্যাচ হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
এবারের আইপিএল-এ আরসিবি-র অধিনায়ক রজত পতিদার, পাশে দাঁড়ালেন বিরাট কোহলি
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে
আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার