আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আইপিএল-এর দামামা বেজে যাবে। এখন থেকেই সব দল প্রস্তুতি নিতে শুরু করেছে। এরই মধ্যে অধিনায়কের নাম ঘোষণা করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ফাফ ডু প্লেসির পরিবর্তে এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করা হল। বৃহস্পতিবার আরসিবি-র নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হল। আইপিএল-এ আরসিবি-র অষ্টম অধিনায়ক হলেন রজত। তিনি ২০২১ থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। এবার গুরুদায়িত্ব পেলেন। ৩১ বছরের এই ক্রিকেটারকে ২০২২ সালে ছেড়ে দিয়েছিল আরসিবি। তবে ২০২২ সালে পরিবর্ত হিসেবে রজতকে দলে নেওয়া হয়। এই ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখান। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবার তিনি গুরুদায়িত্ব পেলেন। ফের ভালো পারফরম্যান্স দেখানোই রজতের লক্ষ্য।

আইপিএল-এ শতরান আছে রজতের

মধ্যপ্রদেশের ব্যাটার রজত ২০২২ সালের আইপিএল-এর এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১২ রান করে অপরাজিত থাকেন। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইপিএল-এ নতুন নজির গড়েন রজত। তিনিই এই লিগের ইতিহাসে প্রথম আনক্যাপড খেলোয়াড় হিসেবে প্লেঅফ রাউন্ডে শতরান করেন। ২০২৪ সালের আইপিএল-এ আরসিবি-র হয়ে ১৫ ম্যাচ খেলে ৫টি অর্ধশতরানের সুবাদে ৩৯৫ রান করেন। এবার আরসিবি-র অধিনায়ক হিসেবে নিজের ভালো পারফরম্যান্সের পাশাপাশি দলকেও ভালো জায়গায় নিয়ে যাওয়াই রজতের লক্ষ্য থাকবে। আরসিবি এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই অধরা খেতাব জয়ই রজতদের লক্ষ্য থাকবে।

রজতের পাশে বিরাট

রজতকে আরসিবি-র অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে বিভিন্ন বিভাগে উন্নতি করেছেন রজত। মধ্যপ্রদেশ রাজ্য দলের হয়েও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি আরসিবি-কে নেতৃত্ব দেওয়ার যোগ্য। বিরাটের কথায়, ‘গত দু'বছরে আমি রজতকে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে দেখেছি। ও ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছে। গত দু'বছরে ও বিভিন্ন বিভাগে খেলায় উন্নতি করেছে। ও যেভাবে রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছে, যেভাবে দায়িত্ব নিয়েছে, তাতে ও সবাইকে দেখিয়ে দিয়েছে, এই অসাধারণ ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা আছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এ আরসিবি-র কাছে হারের পর রাগে ড্রেসিংরুমে টেলিভিশন সেট ভেঙেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?

IPL 2024 Eliminator RR vs RCB: যশস্বী-পরাগের লড়াই, আরসিবি-কে ছিটকে দিল রাজস্থান

KKR Vs RCB: আরসিবি-র কাটা ঘায়ে নুনের ছিটে ফিলিপ সল্টের, কেকেআর ২২২/৬