সরকারিভাবে সূচি ঘোষণা, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হচ্ছে কলকাতায়

Published : Feb 16, 2025, 07:07 PM ISTUpdated : Feb 16, 2025, 08:25 PM IST
KKR vs RCB 36th IPL Match

সংক্ষিপ্ত

বিসিসিআই-এর পক্ষ থেকে আগেই আইপিএল-এর সম্ভাব্য সূচির বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল। রবিবার সরকারিভাবে আইপিএল-এর সূচি ঘোষণা করে দেওয়া হল।

২২ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবার উদ্বোধনী ম্যাচের পাশাপাশি আইপিএল ফাইনালও হবে ইডেন গার্ডেন্সে। মোট ১৩টি স্টেডিয়ামে ৭৪টি ম্যাচ হবে। গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচ খেলবে লিগের দ্বিতীয় দিন, ২৩ মার্চ। সেই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ২৩ মার্চই ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর ইতিহাসে সফলতম দুই দলের লড়াই সবসময়ই উত্তেজক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে বাংলার ক্রিকেটপ্রেমীরা এবার ইডেন গার্ডেন্সে বেশি ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। এই কারণে তাঁরা খুশি।

ধরমশালাতেও আইপিএল ম্যাচ

১০টি ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, মোহালি, লখনউ, জয়পুর, হায়দরাবাদ ও আমেদাবাদ ছাড়াও বিশাখাপত্তনম, গুয়াহাটি ও ধরমশালায় এবারের আইপিএল-এর ম্যাচ হবে। দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস হোম স্টেডিয়ামের পাশাপাশি দ্বিতীয় হোম ভেন্যু বেছে নিয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও দর্শকদের জন্য বিনোদনের সবরকম ব্যবস্থা থাকছে। দর্শকরা কেউই হতাশ হবেন না। উত্তেজনার কোনও কমতি থাকবে না। লিগ পর্যায়ের শেষ ম্যাচ ১৮ মে। এরপর কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে হায়দরাবাদে। কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হবে কলকাতায়।

 

 

ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কেকেআর

এক দশকের অপেক্ষার পর গতবার তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এবারও ভালো দল গড়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ফলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কেকেআর। বাংলার ক্রিকেটপ্রেমীরা লখনউ সুপার জায়ান্টসের দিকেও নজর রাখবেন। কারণ, এই ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের হলেও, মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ফলে মোহনবাগান সমর্থকদের পছন্দের দল লখনউ। এবার এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ঋষভ পন্থ। এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি লখনউ। এবার দলকে খেতাব জেতানোর চেষ্টা করবেন ঋষভ। তাঁর উপর ভরসা করছে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এবারের আইপিএল-এ আরসিবি-র অধিনায়ক রজত পতিদার, পাশে দাঁড়ালেন বিরাট কোহলি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে

আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?