IPL 2025: কবে ফের শুরু হচ্ছে আইপিএল? সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা বিসিসিআই-এর

Published : May 11, 2025, 05:50 PM ISTUpdated : May 11, 2025, 06:27 PM IST
IPL 2025 Suspended

সংক্ষিপ্ত

IPL 2025: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার (India-Pakistan Conflict) মধ্যে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল ২০২৫ (IPL 2025)। তবে এই লিগ ফের শুরু হতে পারে। ভারত-পাকিস্তান সংঘর্ষ-বিরতির (India-Pakistan Military Understanding) আবহে ফের শুরু হতে পারে আইপিএল।

IPL 2025: ভারত-পাকিস্তানের সংঘর্ষ-বিরতি (India-Pakistan Military Understanding) অব্যাহত থাকলে শুক্রবার, ১৬ মে ফের শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ (IPL 2025)। আইপিএল ফাইনাল (IPL Final) হতে পারে ৩০ মে বা ১ জুন। বিসিসিআই (BCCI) সূত্রে এমনই জানা গিয়েছে। চলতি আইপিএল-এর বেশিরভাগ ম্যাচই হয়ে গিয়েছে। লিগ পর্যায়ের শেষদিকের কয়েকটি ম্যাচ এবং প্লে-অফ ও ফাইনাল বাকি। ফলে পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের মতো পাকিস্তান সীমান্তের রাজ্যগুলি এবং ধরমশালা বাদ দিয়ে দেশের অন্য শহরগুলিতে আইপিএল-এর বাকি ম্যাচগুলি হতে পারে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ম্যাচ দিয়ে ফের শুরু হতে পারে আইপিএল। বিসিসিআই-এর এই উদ্যোগে খুশি ক্রিকেটপ্রেমীরা।

কলকাতাতেই হবে আইপিএল ফাইনাল?

ফের আইপিএল শুরু হওয়ার বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'আমরা আইপিএল-এর সঙ্গে যুক্ত সবাইকে ফের এই লিগ শুরু করার বিষয়ে জানিয়েছি। দলগুলি তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ডেকে পাঠাচ্ছে। ম্যাচের জন্য তৈরি হচ্ছে একানা। ১৩ মে এলএসজি দলের সবাই একত্রিত হবেন।' বিসিসিআই-এর এই কর্তা আরও জানিয়েছেন, কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হতে পারে হায়দরাবাদে। কলকাতার ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হওয়ার কথা। তবে কলকাতার আবহাওয়ার উপর সবকিছু নির্ভর করছে। ইতিমধ্যেই এবারের আইপিএল-এ আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে গিয়েছে। প্লে অফ ও ফাইনাল ভেস্তে গেলে বিশাল ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। ক্রিকেটপ্রেমীরাও হতাশ হবেন। এই কারণে আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখছে বিসিসিআই। চলতি মাসের শেষদিকে যদি কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকে, তাহলে কলকাতা থেকে আমেদাবাদে সরে যেতে পারে আইপিএল ফাইনাল।

কবে ফিরবেন বিদেশি ক্রিকেটাররা?

আইপিএল স্থগিত হয়ে যেতেই বিদেশি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা নিজেদের দেশে ফিরে গিয়েছেন। তবে এবার তাঁদের ভারতে ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই বিদেশি ক্রিকেটাররা ভারতে ফিরে নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন। তাঁরা আইপিএল-এর বাকি ম্যাচগুলি খেলবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?