
IPL 2025 Sunrisers Hyderabad vs Delhi Capitals: চলতি আইপিএল-এ তৃতীয় দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সোমবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে প্যাট কামিন্সের (Pat Cummins) দলের জয় প্রায় নিশ্চিত ছিল। কিন্তু আবহাওয়ার কাছে হার মানতে হল হায়দরাবাদকে। বৃষ্টির জন্য দিল্লির ইনিংস শেষ হওয়ার পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রান করে দিল্লি। হায়দরাবাদ শিবির আশায় ছিল, এই টার্গেট তাড়া করে জয় পাবে। এই ম্যাচে জয় পেলে হায়দরাবাদের প্লে-অফের যোগ্যতা অর্জনের ক্ষীণ সম্ভাবনা থাকত। কিন্তু ব্যাটাররা দলকে জেতানোর সুযোগই পেলেন না। এই ম্যাচের পর ১১ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে থাকল হায়দরাবাদ। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৫ নম্বরে থাকল দিল্লি। ফলে অক্ষর প্যাটেলের (Axar Patel) দলের প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা বজায় থাকল।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। তিনি অসাধারণ বোলিং করেন। ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন হায়দরাবাদের অধিনায়ক। জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) ৪ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন এশান মালিঙ্গা (Eshan Malinga)। ৩ ওভার বোলিং করে ৩০ রান দেন জিশান আনসারি (Zeeshan Ansari)। ১ ওভার বোলিং করে ৫ রান দেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ২৯ রানে ৫ উইকেট খুইয়ে বসেছিল দিল্লি। সেই সময় মনে হচ্ছিল হয়তো ১০০ রানও হবে না। তবে শেষপর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান করে দিল্লি। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও আশুতোষ শর্মার (Ashutosh Sharma) লড়াইয়ের সুবাদে ১০০ পেরিয়ে যায় দিল্লির স্কোর। স্টাবস ৩৬ বল খেলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪১ রান করেন আশুতোষ। তিনি জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনার করুণ নায়ার (Karun Nair) প্রথম বলেই আউট হয়ে যান। অপর ওপেনার ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ৮ বল খেলে ৩ রান করেন। অভিষেক পোড়েল (Abishek Porel) ১০ বল খেলে ৮ রান করেন। কে এল রাহুল (KL Rahul) ১৪ বল খেলে ১০ রান করেন। অক্ষর ৭ বল খেলে ৬ রান করেন। বিপ্রজ নিগম (Vipraj Nigam) ১৭ বল খেলে ১৮ রান করেন। ১ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।
সোমবারের ম্যাচ থেকে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট পাওয়ার কথা ছিল না। তবে বৃষ্টির জন্য এক পয়েন্ট পেলেন অক্ষররা। এই এক পয়েন্টই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে সাহায্য করছে। তবে দিল্লির পক্ষে প্লে-অফের যোগ্যতা অর্জন করা কঠিন। বাকি তিনটি ম্যাচেই জয় পেতে হবে। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হচ্ছে দিল্লি। পরের ম্যাচ ১১ মে। সেই ম্যাচে দিল্লির প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। ১৫ মে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের (Gujarat Titans) মুখোমুখি হবে দিল্লি। এই ম্যাচগুলি জিততে পারলে ১৯ পয়েন্টে পৌঁছে যাবে দিল্লি। সেক্ষেত্রে প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে। তবে এর মধ্যে কোনও ম্যাচে হেরে গেলেই প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে যেতে পারে। ফলে বাকি ম্যাচগুলিতে দিল্লির ক্রিকেটারদের সতর্ক থাকতে হবে। কোনওরকম ভুল করলেই এবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।