Mohammed Shami: ভারতীয় বোলার হিসেবে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান, আইপিএল-এ লজ্জার রেকর্ড শামির

Published : Apr 12, 2025, 10:54 PM IST

Mohammed Shami most expensive spell: আইপিএল-এ (IPL 2025) এর আগে কোনওদিন এত খারাপ বোলিং করেননি মহম্মদ শামি (Mohammed Shami)। শনিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) এই পেসার।

PREV
110
শনিবার আইপিএল-এ লজ্জার রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার মহম্মদ শামি

Mohammed Shami: আইপিএল-এর (IPL 2025) কোনও ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। শনিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে লজ্জাজনক এই রেকর্ড গড়েন শামি।

210
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ৭৫ রান দিলেন মহম্মদ শামি

শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৪ ওভার বোলিং করে ৭৫ রান দেন মহম্মদ শামি। তাঁর বলে ৬টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি মারেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা।

310
মোহিত শর্মা গত মরসুমের আইপিএল-এ যে লজ্জার রেকর্ড গড়েছিলেন, তা ভেঙে দিলেন মহম্মদ শামি

২০২৪ সালের আইপিএল-এ গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৩ রান দিয়েছিলেন। শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন মহম্মদ শামি।

410
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রতি ওভারে প্রায় ১৯ রান করে দিলেন মহম্মদ শামি

শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মহম্মদ শামির ইকনমি রেট ১৮.৮০। এদিন তিনি সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখালেন।

510
শনিবার মহম্মদ শামির লজ্জাজনক স্পেলের সুবাদে ৬ উইকেটে ২৪৫ রান করল পাঞ্জাব কিংস

শনিবার মহম্মদ শামির বোলিংয়ে ইচ্ছামতো রান করেন প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়াস আইয়াররা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৪৫ রান করল পাঞ্জাব কিংস।

610
আইপিএল-এর ইতিহাসে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছেন জোফ্রা আর্চার

এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭৬ রান দেন রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার। অল্পের জন্য তাঁর রেকর্ড এড়ালেন মহম্মদ শামি।

710
আইপিএল-এর ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম লজ্জাজনক স্পেল বাসিল থাম্পির

২০১৮ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭০ রান দেন সানরাইজার্স হায়দরাবাদের বাসিল থাম্পি।

810
আইপিএল-এর ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ স্পেলের তালিকায় যশ দয়ালের নামও আছে

২০২৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬৯ রান দেন গুজরাট টাইটানসের পেসার যশ দয়াল।

910
আইপিএল ২০২৫-এ মহম্মদ শামির এত খারাপ বোলিং ভারতীয় দলের জন্য উদ্বেগজনক

আইপিএল-এর পর ভারতীয় দল ফের খেলা শুরু করবে। তার আগে মহম্মদ শামির ছন্দ হারানো ভারতীয় ক্রিকেটের পক্ষে খারাপ খবর।

1010
জুনে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল, তার আগে মহম্মদ শামির ছন্দে ফেরা জরুরি

আইপিএল-এর পর ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। মহম্মদ শামিকে সেই সিরিজে ভারতীয় দলে দরকার। এই কারণে শামির ফর্মে ফেরা জরুরি।

click me!

Recommended Stories