আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের হয়ে খেলছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনিই এই টুর্নামেন্টে ভারতীয় দলের পেস আক্রমণের প্রধান ভরসা।
জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন না ব্যক্তিগত ধর্মীয় আচার পালন? ভারতীয় দলের পেসার মহম্মদ শামি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্সকেই বেছে নিয়েছেন। রমজান মাস চললেও, সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন উপবাস পালন করেননি শামি। তাঁকে মাঠে পানীয় গ্রহণ করতে দেখা যায়। দুবাইয়ে এখন বেশ গরম। সেখানে ১০ ওভার বোলিং করা কষ্টসাধ্য। খাবার ও পানীয় ছাড়া খেলতে গেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই ম্যাচের দিন উপবাস করেননি শামি। অনেকেই তাঁর এই আচরণের প্রশংসা করেছেন। কিন্তু কেউ কেউ আবার ধর্মের চেয়ে জাতীয় দলকে বেশি গুরুত্ব দেওয়ার ঘটনা ভালোভাবে নিচ্ছেন না। এক মৌলানা তো প্রকাশ্যে শামিকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, ধর্মীয় নীতির বিরুদ্ধে কাজ করেছেন শামি। উপবাস না রাখায় এই ক্রিকেটারকে অপরাধী বলেও উল্লেখ করেছেন এই মৌলানা। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
জাতীয় দল বড় না ধর্মীয় আচার পালন?
এক ভিডিও বার্তায় শামিকে আক্রমণ করে মৌলানা শাহাবুদ্দিন রজভি বরেলভি বলেছেন, 'ইসলামে উপবাস রাখা কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে উপবাস এড়িয়ে যায়, তাহলে সে পাপী। ক্রিকেটার মহম্মদ শামিও উপবাস পালন করেনি। ও পাপ করেছে। ও একজন অপরাধী।' মৌলানার এই মন্তব্য নিয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা চলছে। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই শামির পাশে দাঁড়িয়েছেন। তবে ধর্মীয় নেতাদের একাংশ আবার মৌলানার বক্তব্য সমর্থন করছেন। ফলে বিতর্ক বাড়ছে।
মৌলবাদীদের রোষের মুখে শামি
মৌলানা বরেলভি অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি। তিনি শামিকে আক্রমণ করে আরও বলেছেন, ‘যদি কোনও সুস্থ পুরুষ বা মহিলা রোজ পালন না করেন, তাহলে তিনি বড় অপরাধী। ভারতের বিখ্যাত ক্রিকেটার মহম্মদ শামি ম্যাচ চলাকালীন জল বা অন্য কোনও পানীয় গ্রহণ করেছেন। মানুষ তাঁকে দেখছেন। তিনি যখন খেলছেন, তার মানে তিনি সুস্থ। এই পরিস্থিতিতে তিনি রোজা পালন করেননি। এমনকী, জলও খেয়েছেন। এই ঘটনা ভুল বার্তা দিচ্ছে। রোজা না রেখে তিনি অপরাধ করেছেন। তাঁর এটা করা উচিত হয়নি। তিনি একজন অপরাধী। তাঁকে ঈশ্বরের কাছে জবাব দিতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


