ভারতীয় দল তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অনেক রেকর্ডের মালিক বিরাট কোহলি বর্তমানে ক্রিকেটের রাজা হিসেবে পরিচিত। এছাড়াও, তারকা পেসার জসপ্রীত বুমরা বিশ্বের সেরা বোলার হিসেবে গণ্য হন। এই দুই তারকাকে বাদ দিয়ে ট্রেভিস হেড কোন ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে একই দলে খেলতে চান? তিনি জানিয়েছেন, ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে হিটম্যান রোহিত শর্মা তাঁর প্রিয়। এছাড়াও, রোহিতের সঙ্গে ব্যাটিং ওপেন করার ইচ্ছাও প্রকাশ করেছেন হেড।
35
রোহিত শর্মার সঙ্গে একই দলে খেলে ব্যাটিং ওপেন করতে চান ট্রেভিস হেড
ট্রেভিস হেড তার ওপেনিং পার্টনার হিসেবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাকে বেছে নিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কোন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ান হিসেবে দেখতে চান? উত্তরে তিনি হেসে বলেন, ‘রোহিত। আমি ওর সঙ্গে ব্যাটিং ওপেন করতে চাই। সেটা খুবই মজার হবে।’
ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে কোন রেকর্ড গড়তে চান অস্ট্রেলিয়ান ওপেনার ট্রেভিস হেড?
এছাড়াও ট্রেভিস হেড জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে কোন রেকর্ড তৈরি করতে চান? উত্তরে তিনি বলেন, তিনি এক ওভারে ছয়টি ছক্কা মারতে চান অথবা দ্রুততম সেঞ্চুরি করতে চান। হেড বলেন, ‘ছয়টি ছক্কা দারুণ হবে। তবে আমি মনে করি না যে আমি এক ওভারে ছয়টি ছক্কা মারতে পারব। তাই আমি দ্রুততম সেঞ্চুরি করতে চাই।’
55
কোন বোলারকে সামলাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে? কী জানালেন ট্রেভিস হেড?
ট্রেভিস হেড জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ানস ও ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরার বোলিং সামলাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সবচেয়ে পছন্দের ক্রিকেটার হিসেবে অ্যাডাম গিলক্রিস্টকে বেছে নিয়েছেন হেড।