সংক্ষিপ্ত

Mumbai Indians: আইপিএল-এ (IPL 2025) এখন আর মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক নন রোহিত শর্মা (Rohit Sharma)। সাধারণ খেলোয়াড় হিসেবে দলে আছেন এই তারকা ব্যাটার।

IPL 2025, Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়কত্ব হারিয়ে কি অভিমানী হয়ে উঠেছেন রোহিত শর্মা (Rohit Sharma)? তাঁর কি আর খেলায় মন নেই? শুক্রবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচের আগে অনুশীলনের সময় দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের দেখা হয়। জাতীয় দলের প্রাক্তন সতীর্থ জাহির খানের (Zaheer Khan) সঙ্গে কথা বলছিলেন রোহিত। জাহির এখন লখনউয়ের মেন্টর। তাঁকে রোহিত বলেন, 'আমার যখন দায়িত্ব ছিল তখন যা করার সব করেছি। এখন আর আমার কিছু করার দরকার নেই।' এই কথোপকথনের ফাঁকেই পিছন থেকে গিয়ে মজার ছলে রোহিতকে জড়িয়ে ধরে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। মুম্বই ইন্ডিয়ানসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ভিডিও শেয়ার করা হয়েছে।

খেলায় মন নেই রোহিতের?

চলতি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না রোহিত। এখনও পর্যন্ত ৩ ইনিংসে মাত্র ২১ রান করেছেন মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান রোহিত। এরপর গুজরাট টাইটানসের (Gujarat Titans) ৮ রান করেন এই তারকা ব্যাটার। তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ১৩ রান করেন রোহিত। তাঁর খারাপ ফর্ম অব্যাহত। এরই মধ্যে জাহিরের সঙ্গে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রোহিতের কথা শুনে মনে হচ্ছে, তাঁর ক্রিকেটে মন নেই।

 

 

শুক্রবার ফর্মে ফিরবেন রোহিত?

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ানসের কর্ণধার নীতা আম্বানির সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিতকে। এই তারকা যে দলে গুরুত্ব হারিয়েছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। এই কারণেই হয়তো মন দিয়ে খেলতে পারছেন না। ফলে শুক্রবারও রোহিত বড় রান পাবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।