IPL 2026: আইপিএল-এর নতুন মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার মিনি নিলামে রেকর্ড অর্থে তাঁকে দলে নিল কেকেআর।
KNOW
Mustafizur Rahman: আইপিএল-এ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল ২০২৬-এর নিলামে (IPL 2026 auction) এই পেসারকে ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর আগেও আইপিএল-এ খেলেছেন 'কাটার মাস্টার'। তবে এর আগে কখনও তিনি কেকেআর-এর হয়ে খেলেননি এবং এত টাকাও পাননি। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কেকেআর-এর হয়ে খেলেছেন মাশরাফি মোর্তাজা (Mashrafe Mortaza), শাকিব আল-হাসান (Shakib Al Hasan), লিটন দাস (Litton Das)। এবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজুর। তিনি সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আইপিএল-এও ভালো বোলিং করেছেন এই পেসার। তাঁর কাটার সবসময়ই ব্যাটারদের সমস্যায় ফেলে। কেকেআর শিবিরের আশা, এবারের আইপিএল-এ বিপক্ষ দলের ব্যাটারদের কাছে আতঙ্ক হয়ে উঠবেন মুস্তাফিজুর।
লড়াই করে মুস্তাফিজুরকে দলে নিল কেকেআর
এবারের আইপিএল-এর নিলামে মুস্তাফিজুরের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। প্রথমে এই পেসারের জন্য দর হাঁকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গত আইপিএল-এ (IPL 2025) চোট পাওয়া জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) পরিবর্ত হিসেবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন বাংলাদেশের এই পেসার। এবার তাঁকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের লড়াই শুরু হয়। মুস্তাফিজুরের দর ৫ কোটি টাকা পেরিয়ে যায়। দর ৫.৪ কোটি টাকা হওয়ার পর লড়াইয়ে যোগ দেয় কেকেআর। এবার লড়াই কেকেআর ও সিএসকে-র মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) ও সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) নিজেদের মধ্যে আলোচনা করে দর কষাকষি অব্যাহত রাখেন। তবে কেকেআর ৯.২০ কোটি টাকা দর দেওয়ার পর সিএসকে থমকে যায়।
এক দশক ধরে আইপিএল-এ মুস্তাফিজুর
২০১৬ সালে প্রথমবার আইপিএল-এ খেলেন মুস্তাফিজুর। তিনি এই লিগে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), সিএসকে ও দিল্লির হয়ে খেলেছেন। ২০১৬ সালে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল মরসুম ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন এই পেসার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


