ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা: ফের চোট পেলেন, চতুর্থ টি-২০ ম্যাচে দলে নেই শুবমান গিল

Published : Dec 17, 2025, 07:45 PM IST
Shubman Gill Out

সংক্ষিপ্ত

Shubman Gill: টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) তৃতীয় টি-২০ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ফের চোট পেলেন শুবমান গিল।

DID YOU KNOW ?
বারবার শুবমানের চোট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে দ্বিতীয়বার চোট পেলেন ভারতীয় দলের তারকা ব্যাটার শুবমান গিল।

Shubman Gill Injury: লখনউয়ে (Lucknow) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে পারছেন না এই ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল। তিনি পায়ের পাতায় চোট পেয়েছেন। এই কারণেই বুধবার দলে নেই। এর আগে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন ঘাড়ে চোট পান টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান। তাঁকে কলকাতার হাসপাতাল ভর্তি হতে হয়। এই কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলতে পারেননি তিনি। সেই চোট সারিয়ে টি-২০ সিরিজের দলে ফেরেন। প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেননি। তৃতীয় ম্যাচে মাঝারি মানের পারফরম্যান্স দেখান। এরপর চোট পেলেন এই তারকা ব্যাটার।

লখনউয়ে ম্যাচ হবে?

বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধে সাতটায়। তার আগে টস হওয়ার কথা ছিল সন্ধে সাড়ে ছ'টায়। কিন্তু ঘন কুয়াশার জন্য এখনও টস করা সম্ভব হয়নি। শীতকালে উত্তর ভারতে সাধারণত ভোর থেকে বেলা পর্যন্ত এবং সন্ধেবেলা থেকে সারারাত ঘন কুয়াশা থাকে। লখনউয়েও ঘন কুয়াশা থাকে। বুধবারের আবহাওয়া তেমনই। কুয়াশা কেটে গিয়ে এই ম্যাচ শুরু করা কঠিন। ভারতীয় দল এখন সিরিজে ২-১ এগিয়ে। ফলে বুধবার ম্যাচ না হলে সিরিজ জয়ের পথে এগিয়ে যাবেন শুবমানরা। অন্তত সিরিজে না হারা নিশ্চিত হয়ে যাবে। তবে ভারতীয় দল খেলেই জিততে চাইছে। কারণ, টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অক্ষর প্যাটেলেরও চোট

চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। তিনি এই সিরিজে আর খেলতে পারবেন না। টি-২০ বিশ্বকাপের আগে এরপর শুধু নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। ফলে শুবমান ও অক্ষরের চোট ভারতীয় দলের কাছে ধাক্কা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বুধবার লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-২০ ম্যাচ।
ঘন কুয়াশার কারণে বুধবার লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে বিলম্ব।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই
আইপিএল ২০২৬: নিলাম পর্ব শেষ, ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী কারা?