
Sri Lanka tour of Pakistan 2025: যে দেশে একবার ক্রিকেটাররা আক্রান্ত হয়েছিলেন, সেই পাকিস্তানের আশ্বাসে নিজেদের দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা সত্ত্বেও সফর চালিয়ে যেতে অনড় শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket)। যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দেশে ফিরে যেতে চাইছেন, তাঁদের পরিবর্ত পাঠানো হবে বলেও জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পাকিস্তানের প্রতি এই ভরসা ও নির্ভরতার কারণ স্পষ্ট নয়। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের এই সিদ্ধান্তে দলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেক ক্রিকেটারই অবিলম্বে পাকিস্তান ছেড়ে নিরাপদে শ্রীলঙ্কায় ফিরে যেতে চাইছেন। কারণ, ইসলামাবাদে বিস্ফোরণের (Islamabad Blast) পর কেউই নিরাপদ বোধ করছেন না। পাকিস্তানের মতো দেশে যে কোনও সময় যে কেউ আক্রান্ত হতে পারেন। শ্রীলঙ্কার ক্রিকেটাররা সে কথা বুঝতে পারছেন। কিন্তু ক্রিকেট বোর্ডের কর্তারা পাকিস্তান সফর চালিয়ে যাওয়ার জন্য ক্রিকেটারদের উপর চাপ তৈরি করছেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, পাকিস্তান সফরে থাকা জাতীয় দলে কয়েকজন সদস্য দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁরা নিরাপত্তা নিয়ে চিন্তিত। তবে বোর্ড সবাইকে আশ্বাস দিয়েছে, নিরাপত্তা নিয়ে আশঙ্কার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সফররত দলের সবার সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টকে সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পরেও যদি কোনও খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ দেশে ফিরে আসেন, তাহলে তাঁদের এই সিদ্ধান্ত খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের পরিবর্ত পাঠানো হবে।’
শ্রীলঙ্কা ক্রিকেট ইঙ্গিত দিয়েছে, পাকিস্তান সফরের মাঝপথে কোনও ক্রিকেটার দেশে ফিরলে শাস্তি দেওয়া হতে পারে। এর অর্থ, ক্রিকেটারদের প্রাণের আশঙ্কা নিয়েই খেলা চালিয়ে যেতে বাধ্য করতে চাইছে বোর্ড। ক্রিকেটারদের ইচ্ছা-অনিচ্ছার কোনও মূল্য নেই। নিরাপত্তাও গুরুত্বপূর্ণ নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।