IPL 2026: কয়েকদিন পরেই আইপিএল ২০২৬-এর নিলাম হতে চলেছে। সব ফ্র্যাঞ্চাইজিই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই মধ্যে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নতুন মালিকানা ও অধিনায়কত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
রাজস্থানের ভরসা পরাগ
অসমের ক্রিকেটার রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের বড় ভরসা। তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হলেও, টিম ম্যানেজমেন্টকে পাশে পেয়েছেন।

Rajasthan Royals: ২০২৫ সালের আইপিএল-এ (IPL 2025) বেশ কয়েকটি ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) পরিবর্তে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। এবার তিনি পাকাপাকিভাবে অধিনায়ক হতে পারেন বলে জল্পনা চলছে। কারণ, ট্রেডের মাধ্যমে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন সঞ্জু। ফলে পরাগই নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে। তিনি সে বিষয়ে মুখ খুলেছেন। দলের দায়িত্ব নিতে তৈরি বলে জানিয়েছেন অসমের (Assam) এই তারকা ক্রিকেটার। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গত মরসুমের আইপিএল-এ আমি সাত-আটটি ম্যাচে দলের অধিনায়কত্ব করেছি। ড্রেসিংরুমে আমরা যখন সব সিদ্ধান্ত পর্যালোচনা করি, তখন আমি দেখেছি, ৮০ থেকে ৮৫ শতাংশ ক্ষেত্রে ঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

পরাগের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট

পরাগ জানিয়েছেন, রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মনোজ বাদালের (Manoj Badale) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল ২০২৬-এর (IPL 2026) মিনি নিলামের (IPL 2026 Mini Auction) পর অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে পরাগ আরও জানিয়েছেন, ‘মনোজ স্যার বলেছেন, নিলামের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আমি যদি এখন থেকে এ বিষয়ে ভাবতে শুরু করি, তাহলে মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে অধিনায়কত্বের জন্য যোগ্য ব্যক্তি বলে মনে করে, তাহলে সেই দায়িত্ব নিতে তৈরি। আবার টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, আমি খেলোয়াড় হিসেবে দলের জন্য বেশি অবদান রাখতে পারব, তাহলে আমি সেটা করতেও তৈরি।’

অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া কঠিন, মনে করিয়ে দিয়েছেন পরাগ

আইপিএল-এ কোনও ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলে যেমন খ্যাতি ও প্রচার পাওয়া যায়, তেমনই অনেক দায়িত্ব ও পরিশ্রম থাকে বলেও জানিয়েছেন পরাগ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সবার মধ্যেই ভুল ধারণা আছে যে অধিনায়কত্ব সহজ। হ্যাঁ, অধিনায়ক হলে খ্যাতি পাওয়া যায়। কিন্তু অধিনায়ক হলে ক্রিকেট খেলার সুযোগ ২০ শতাংশ কমে যায়। কারণ, সব মিটিংয়ে থাকতে হয়, স্পনসরদের শ্যুটিংয়ে যেতে হয়, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিতে হয়। আমি অধিনায়ক হলে এসবে অভ্যস্ত হতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।