ভাঙা পায়েও কোচিং করিয়েছিলেন, হঠাৎ কেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব ছাড়লেন রাহুল দ্রাবিড়?

Published : Aug 30, 2025, 05:27 PM IST

Rahul Dravid: এবারের আইপিএল (IPL 2025) চলাকালীন বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় পায়ে চোট পাওয়ার পরেও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন। কিন্তু এবার হঠাৎ পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়।

PREV
16
অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে মতবিরোধের জেরেই কি পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়?

রাহুল দ্রাবিড়ের পদত্যাগ

আগামী আইপিএল-এ আর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে থাকবেন না রাহুল দ্রাবিড়। তিনি পদত্যাগ করেছেন। শনিবার রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। দ্রাবিড়ের পদত্যাগ ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে দ্রাবিড়ের মতবিরোধ তৈরি হয়েছে। এর জেরেই দ্রাবিড় পদত্যাগ করেছেন কি না, সেই আলোচনা চলছে।

DID YOU KNOW ?
খেলোয়াড়-কোচ রাহুল দ্রাবিড়
আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে খেলোয়াড় হিসেবে থাকার পর প্রধান কোচ হিসেবেও ছিলেন রাহুল দ্রাবিড়।
26
একাধিকবার রাজস্থান রয়্যালসের খেলোয়াড় ও কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড়

খেলোয়াড় ও কোচ দ্রাবিড়

২০১১ সালে রাজস্থান রয়্যালসে খেলোয়াড় হিসেবে যোগ দেন রাহুল দ্রাবিড়। এরপর তিনি ২০১৫ সালে কোচ হিসেবে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন। তারপর তিনি এবারের আইপিএল-এর আগে এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরেন। কিন্তু চুক্তির মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন দ্রাবিড়। তাঁর পদত্যাগের কারণ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।

২০২৪
২০২৪ সালের সেপ্টেম্বরে রাজস্থান রয়্যালসের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়
গত বছর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। এবার তিনি পদত্যাগ করলেন।
36
ভাঙা পা নিয়েও কোচিং করিয়েছিলেন, কিন্তু এবার সরে গেলেন রাহুল দ্রাবিড়

রাজস্থান রয়্যালস ছাড়লেন রাহুল দ্রাবিড়

এবারের আইপিএল চলাকালীন বেঙ্গালুরুতে  ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পান রাহুল দ্রাবিড়। কিন্তু সেই চোট উপেক্ষা করেই তিনি হুইল চেয়ারে বসে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি এই দায়বদ্ধতা দেখে কুর্ণিশ জানিয়েছিল ক্রিকেট দুনিয়া। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন। এরপর তিনি আইপিএল-এর অন্য কোনও দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে জল্পনা চলছে।

46
রাহুল দ্রাবিড়কে বৃহত্তর ভূমিকায় দেখতে চেয়েছিল রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট, সাড়া পাওয়া গেল না

বৃহত্তর ভূমিকা পালন করতে নারাজ দ্রাবিড়

২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তাঁর সঙ্গে একাধিক বছরের চুক্তি করে এই ফ্র্যাঞ্চাইজি। এরপর দ্রাবিড়কে বৃহত্তর ভূমিকা পালন করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। এই কারণেই রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গেলেন দ্রাবিড়।

56
এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের ব্যর্থতার পর দলে একাধিক বদল হতে পারে

ব্যর্থ রাজস্থান রয়্যালস

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবং সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে এবারের আইপিএল-এ ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪ ম্যাচে জয় পায় রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকে এই ফ্র্যাঞ্চাইজি। এই ব্যর্থতার পর সরে গেলেন দ্রাবিড়। সঞ্জুও দল ছাড়তে পারেন বলে জল্পনা চলছে। আগামী মরসুমের আইপিএল-এর আগে রাজস্থান রয়্যালস দলে আরও বদল হতে পারে।

66
রাহুল দ্রাবিড়ের পরিবর্তে কি রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হবেন কুমার সাঙ্গাকারা?

নতুন কোচ কুমার সাঙ্গাকারা?

রাহুল দ্রাবিড় প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট নিযুক্ত হন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁকে এবার নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। ২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর খেতাব জিততে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। সাফল্যের লক্ষ্যেই দলে বদলের পরিকল্পনা করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories