
Delhi vs Jammu and Kashmir: ৬৫ বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy Elite 2025-26) দিল্লিকে হারিয়ে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) সাত উইকেটে জয় পেল জম্মু ও কাশ্মীর। এই জয়ের ফলে রঞ্জি ট্রফি এলিট গ্রুপ ডি-তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জম্মু ও কাশ্মীর। তারা মুম্বইয়ের (Mumbai) ঠিক পরেই আছে। চার ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেয়েছে মুম্বই। জম্মু ও কাশ্মীরের পয়েন্ট ১৪। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন আকিব নবি (Auqib Nabi), কামরান ইকবাল (Qamran Iqbal), পরশ ডোগরা (Paras Dogra), আবদুল সামাদ (Abdul Samad) ও বংশজ শর্মা (Vanshaj Sharma)। দিল্লির হয়ে লড়াই করেন অধিনায়ক আয়ূষ বাদোনি (Ayush Badoni), আয়ূষ দোসেজা (Ayush Doseja), সুমিত মাথুর (Sumit Mathur), সিমরজিৎ সিং (Simarjeet Singh) ও সাহিল লোতরা (Sahil Lotra)।
রঞ্জি ট্রফির এই ম্যাচে ঘরের মাঠে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১১ রানে অলআউট হয়ে যায় দিল্লি। বাদোনি ৬৪ রান করেন। দোসেজা করেন ৬৫ রান। সুমিত ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন নবি। ৫৭ রান দিয়ে জোড়া উইকেট নেন বংশজ। এরপর প্রথম ইনিংসে ৩১০ রান করে জম্মু ও কাশ্মীর। ১০৬ রান করেন ডোগরা। সামাদ করেন ৮৫ রান। দিল্লির হয়ে ৫২ রান দিয়ে ছয় উইকেট নেন সিমরজিৎ। দ্বিতীয় ইনিংসে ২৭৭ রান করে দিল্লি। বাদোনি ও দোসেজা এই ইনিংসেও ভালো পারফরম্যান্স দেখান। বাদোনি করেন ৭২ রান। দোসেজা ৬২ রান করেন। ৬৮ রান দিয়ে ছয় উইকেট নেন বংশজ। সাহিল ৭৩ রান দিয়ে তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে জয় পায় জম্মু ও কাশ্মীর। ১৩৩ রান করে অপরাজিত থাকেন ইকবাল।
দিল্লির বিরুদ্ধে এই জয় পাওয়ার পর ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে জম্মু ও কাশ্মীর। চলতি রঞ্জি ট্রফিতে গ্রুপের বাধা টপকে নক-আউটের যোগ্যতা অর্জন করাই তাদের প্রাথমিক লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।