IPL Market Value: আইপিএল-এর মার্কেট ভ্যালু ১,৫৮,০০০ কোটি টাকা? জেনে নিন সবচেয়ে দামি কোন দল

Published : Jul 08, 2025, 03:50 PM ISTUpdated : Jul 08, 2025, 04:07 PM IST
RCB with IPL Trophy

সংক্ষিপ্ত

IPL Market Value: কেন আইপিএল-কে বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ বলা হয়, তা আরও একবার প্রমাণিত। 

IPL Market Value: গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেট লিগ হল আইপিএল। আর কেন আইপিএল-কে বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ বলা হয়, তা আরও একবার প্রমাণিত (ipl market value 2025)।

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা খেলেন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে 

সে দর্শক সংখ্যা দিয়েই বিচার করা হোক কিংবা ব্যবসায়িক মূল্য, সবদিক দিয়েই প্রতিবছর নতুন একাধিক রেকর্ড গড়ে আইপিএল। আর ঠিক সেই পথেই এবার ২০২৫ সালে, একলাফে ১২.৯% বৃদ্ধি পেল আইপিএল-এর বাজারদর বা মার্কেট ভ্যালু। যার ফলে, আইপিএল-এর মোট বাজারদর পৌঁছে গেল ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৫৮,০০০ কোটি টাকা (ipl valuation in dollars)।

একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী, শুধু আইপিএল-এরই ব্র্যান্ড ভ্যালু গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৩.৮%। যার পরিমাণ হল ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,০০০ কোটি টাকা। 

পাশাপাশি আবার যুক্ত করতে হবে আইপিএল-এর সঙ্গে যুক্ত বিভিন্ন স্পনসরদেরকেও। প্রসঙ্গত, চারটি প্রধান স্পনসর গত বছরের তুলনায় ১৪৮৫ কোটি টাকা বেশি লাভ করেছে। পরিসংখ্যান বলছে, যা প্রায় ২৫% বেশি। আর সবমিলিয়ে, আইপিএল-এর বাজারদর ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫৮,০০০ কোটি টাকা। 

টাটা গ্রুপের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত আইপিএলের ২৫০০ কোটি টাকার চুক্তি রয়েছে

একাধিক ফ্র্যাঞ্চাইজিগুলিরও ব্যবসায়িক মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে সবার শীর্ষে রয়েছে গত মরশুমের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলের ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩০০ কোটি টাকা। তবে গত বছর তাদের ব্র্যান্ড ভ্যালু ছিল ২২৭ মিলিয়ন মার্কিন ডলার। ওদিকে আবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু ২০৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২৪২ মিলিয়ন মার্কিন ডলার। 

তবে চেন্নাই সুপার কিংস রয়েছে তালিকার তৃতীয় স্থানে। তাদের ব্র্যান্ড ভ্যালু হল ২৩৫ মিলিয়ন। কিন্তু উল্লেখযোগ্যভাবে পাঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু এই বছর একলাফে ৩৯.৬% বেড়ে গেছে। অন্যদিকে, বোর্ডের রোজগার হয়েছে ২২,৫৬৩ কোটি টাকা। তাছাড়া দর্শকসংখ্যার নিরিখেও গোটা বিশ্বে রেকর্ড গড়ে ফেলেছে ২০২৫-এর আইপিএল ফাইনাল। 

জিও হটস্টারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে, ৩১.৭ বিলিয়ন মিনিট দেখা হয়েছে এবারের আইপিএলের ফাইনাল ম্যাচটি। অর্থাৎ, ৩ হাজার ১৭০ কোটি মিনিট ধরে আইপিএল ফাইনালে দেখেছেন ক্রিকেটপ্রেমী জনতা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম