Virat Kohli: উইম্বলডনের সেন্টার কোর্টে তাঁর হয়ে গলা ফাটিয়েছেন বিরাট, ধন্যবাদ জানালেন জকোভিচ

Published : Jul 08, 2025, 02:43 PM ISTUpdated : Jul 08, 2025, 02:46 PM IST
Virat Kohli Anushka Sharma Wimbledon 2025 photos

সংক্ষিপ্ত

Wimbledon 2025: আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন অনেক দূরে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিনি স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে উইম্বলডনের ম্যাচ উপভোগ করছেন।

Virat Kohli-Novak Djokovic: বছরের পর বছর ধরে গ্যালারি থেকে হাজার হাজার মানুষ তাঁর জন্য চিৎকার করেছেন, তাঁর সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। এবার সেই ভূমিকায় বিরাট কোহলি (Virat Kohli)। তিনি উইম্বলডনের (Wimbledon 2025) সেন্টার কোর্টে সার্বিয়ার (Serbia) কিংবদন্তি নোভাক জকোভিচের (Novak Djokovic) হয়ে গলা ফাটালেন। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) অ্যালেক্স ডি মিনাউরের (Alex de Minaur) বিরুদ্ধে জকোভিচের লড়াই ছিল। এই ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এই ম্যাচে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছেন জকোভিচ। তাঁর পক্ষে ম্যাচের ফল ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪। চতুর্থ সেটে ১-৪ পিছিয়ে পড়েছিলেন সার্বিয়ার কিংবদন্তি। তবে তিনি সেই অবস্থা থেকে টানা পাঁচ গেম জিতে সেট ও ম্যাচ জিতে নেন। এই তারকার পারফরম্যান্সে মুগ্ধ বিরাট।

বিরাটকে ধন্যবাদ জানালেন জকোভিচ

সার্বিয়ায় ক্রিকেট জনপ্রিয় না হলেও, বিরাটকে চেনেন জকোভিচ। তিনি নিজেই গত বছর জানান, বিরাটের সঙ্গে দেখা না হলেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়। তারপর থেকে তাঁদের নিয়মিত কথা হয়। বিরাট জানান, জকোভিচই তাঁকে প্রথমে ইনস্টাগ্রামে বার্তা পাঠান। এরপর থেকে তাঁদের কথা হয়। ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরে থাকলেও, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেওয়ায় ক্রিকেট মাঠ থেকে অনেক দূরে বিরাট। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জকোভিচের প্রশংসা করে তাঁকে 'গ্ল্যাডিয়েটর' বলে উল্লেখ করেছেন। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জকোভিচ।

 

 

উইম্বলডনে নতুন নজির জকোভিচের

উইম্বলডনের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০টি ম্যাচ জেতার নজির গড়েছেন জকোভিচ। তাঁর আগে এই নজির গড়েন মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova) ও রজার ফেডেরার (Roger Federer)। এবার উইম্বলডন জিততে পারলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্গারেট কোর্টকে (Margaret Court) ছাপিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জেতার রেকর্ড গড়বেন জকোভিচ। একইসঙ্গে তিনি অষ্টমবার উইম্বলডন জিতে ফেডেরারের নজির স্পর্শ করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম