IPL: আইপিএল-এর মেগা নিলাম যেন একেবারে তারকায় ভরপুর, কে কে আছে জানেন?

Published : Nov 17, 2024, 02:18 AM ISTUpdated : Nov 22, 2024, 12:41 PM IST
IPL Auction 2024 Live Updates

সংক্ষিপ্ত

আর মাত্র বাকি কয়েকদিন। 

আইপিএল-এর মঞ্চে এবার উত্থান ঘটতে চলেছে বহু উঠতি প্রতিভার। আবার কামব্যাকও হচ্ছে অনেকের। সেই মঞ্চে এবার শামিল ১৩ বছর বয়সী একজন ক্রিকেটারও। আবার উল্টোদিকে আছেন ৪২ বছর বয়সী ক্রিকেটারও। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন।

মেগা নিলামে লড়াই হবে মোট ৫৭৪ জন ক্রিকেটারকে নিয়ে। তবে এদের সবাই দল পাবেন না। অনেকেই হয়ত আনসোল্ড হয়েই থেকে যাবেন। কারণ, ১০টি দল মিলিয়ে মোট ২০৪ জন ক্রিকেটারকে নেওয়া যাবে। নিলামের বাছাই তালিকায় রয়েছে ১৩ বছরের এক ভারতীয় তরুণ প্রতিভাও। তাঁর নাম বৈভব সূর্যবংশী।

আইপিএল নিলামের ইতিহাসে বৈভবই সর্বকনিষ্ঠ ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ক্রিকেটমহলে।

বাঁহাতি এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয়েছে বিহারের জার্সিতে। তারপর সে খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজেও। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করেন বৈভব। সেই তুলনায় প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও সেভাবে প্রতিভার ঝলক দেখাতে পারেনি এই তরুণ ব্যাটার। মোট ১০টি ইনিংসে করেছেন মোট ১০০ রান। গড় তাঁর ৪১। এবার দেখার বিষয়, ৩০ লক্ষ টাকার ন্যূনতম মূল্যে আইপিএল-এর মতো মঞ্চে প্রতিভা দেখানোর সুযোগ সে পায় কিনা।

অপরদিকে রয়েছেন ৪২ বছরের জেমস অ্যান্ডারসন। বুড়ো হাড়ে কি ভেলকি হবে? ইংল্যান্ডের কিংবদন্তী বোলার এই বছরই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই ইংল্যান্ড তারকা। আর তারপরই নাম লিখিয়েছেন আইপিএল-এর আসরে। ফলে, এবার তিনিই সবচেয়ে বয়স্ক একজন ক্রিকেটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?