পারথে বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে চোট সমস্যায় ভারতীয় দল। অনুশীলনে একাধিক ক্রিকেটার চোট পেয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা এখনও দলে যোগ দেননি। ফলে পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগে চাপে ভারতীয় দল।
পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। অনুশীলনে চোট পেয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল। এবার শুবমান গিলের বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গেল। ফলে তিনি পারথ টেস্ট ম্যাচ থেকে কার্যত ছিটকে গেলেন। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী রিতিকা সাজদের পাশে থাকার জন্য মুম্বইয়েই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পুত্রসন্তানের জন্ম হয়েছে। তবে এখনও অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হননি এই তারকা ব্যাটার। তিনি পারথ টেস্ট ম্যাচে খেলবেন না ধরে নিয়েই এগোচ্ছে ভারতীয় শিবির। এরপর শুবমানও পারথ টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের শক্তি কমে যাবে।
পারথে খেলার সুযোগ পাবেন অভিমন্যু ঈশ্বরণ?
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে আছেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। পারথ টেস্টে রোহিত ও শুবমান খেলতে না পারলে বাংলার ওপেনার খেলার সুযোগ পেতে পারেন। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেননি অভিমন্যু। তবে গত কয়েকদিন ধরে দলের সবার সঙ্গে অনুশীলন করে তৈরি হয়ে গিয়েছেন এই ব্যাটার। বাংলার ক্রিকেট মহলের আশা, পারথে খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাবেন অভিমন্যু।
কবে মাঠে ফিরবেন শুবমান?
বুড়ো আঙুল ভাঙলে সেই চোট সারাতে অন্তত ১৪ দিন লাগে। তার আগে শুবমানের পক্ষে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করা সম্ভব হবে না। ফলে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে হয়তো ফিট হয়ে উঠতে পারেন শুবমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান এই ব্যাটার। ফলে তাঁর চোট ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বর্ডার-গাভাসকর ট্রফির আগেই সুখবর, পুত্রসন্তানের বাবা হলেন রোহিত শর্মা
'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের
রঞ্জি ট্রফিতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য, অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি শামি