রোমহর্ষক ম্যাচে শেষ উইকেট শামির, এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় বাংলার

Published : Nov 16, 2024, 04:22 PM ISTUpdated : Nov 16, 2024, 05:04 PM IST
Mohammed Shami

সংক্ষিপ্ত

গত এক দশক ধরে রঞ্জি ট্রফিতে বাংলার সবচেয়ে বড় ভরসা পেস বোলিং আক্রমণ। এবার হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধেও বাংলার জয়ের কারিগর অভিজ্ঞ পেসার মহম্মদ শামি।

রুদ্ধশ্বাস লড়াইয়ে মধ্যপ্রদেশকে ১১ রানে হারিয়ে চলতি রঞ্জি ট্রফিতে প্রথম জয় পেল বাংলা। এই জয়ের ফলে রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি-তে ৫ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে উঠে এল বাংলা। শনিবার একসময় মনে হচ্ছিল, এই ম্যাচে হেরে যেতে পারে বাংলা। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা (৬১) ভালো ব্যাটিং করেন। ভেঙ্কটেশ আইয়ার করেন ৫৩ রান। সারাংশ জৈন (৩২), আরিয়ান আনন্দ পাণ্ডেও (২২) লড়াই করেন। দুই ওপেনার শুভ্রাংশু সেনাপতি (৫০) ও হিমাংশু মন্ত্রী (৪৪) এবং ৩ নম্বরে ব্যাটিং করতে নামা রজত পতিদারও লড়াই করেন। কিন্তু শাহবাজ আহমেদ ও মহম্মদ শামির পাল্টা লড়াইয়ে রোমহর্ষক ম্যাচে জয় ছিনিয়ে নিল বাংলা। ১৯ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ৪৮ রান দিয়ে ৪ উইকেট নেন শাহবাজ। ২৪.২ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ১০২ রান দিয়ে  উইকেট নেন শামি। ১৪ ওভার বোলিং করে ৫ মেডেন-সহ ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন রোহিত কুমার। ১৮ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ কাইফ। ৩২৬ রানে মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল।

ব্যাটিং-বোলিংয়ে সাফল্য শামির

মধ্যপ্রদেশের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ১৯ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন শামি। এরপর দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারেরও বেশি বোলিং করে ৩ উইকেট নিলেন। ফলে ফিটনেসের প্রমাণ দিয়েছেন এই পেসার। তিনি বাংলার দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৩৭ রান করেন। এই পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে শামির ডাক পাওয়া সময়ের অপেক্ষা।

শামি জাতীয় দলে সুযোগ পেলে বাংলার কী হবে?

শামি অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে সুযোগ পেলে কাইফ, সূরজ সিন্ধু জয়সোয়াল, রোহিতদের বাড়তি দায়িত্ব নিতে হবে। শাহবাজকেও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

তিলক-সঞ্জুর ঝোড়ো শতরান, ওয়ান্ডারার্সে একের পর এক রেকর্ড ভারতীয় দলের

বর্ডার-গাভাসকর ট্রফির আগেই সুখবর, পুত্রসন্তানের বাবা হলেন রোহিত শর্মা

রঞ্জি ট্রফিতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য, অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি শামি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে