সংক্ষিপ্ত
২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫ সালের আইপিএল-এও শক্তিশালী দল গড়ার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দেওয়া হল।
বৃহস্পতিবার ২০২৫ সালের আইপিএল-এর জন্য রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিন, আন্দ্রে রাসেল, তারকা ব্যাটার রিঙ্কু সিং, বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তী, তরুণ তারকা হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রাখল কেকেআর। রিটেইনশনে সবচেয়ে বেশি অর্থ পেলেন রিঙ্কু। এই তারকা ব্যাটারকে ১৩ কোটি টাকা দিচ্ছে কেকেআর। রাসেল, নারিন ও বরুণ ১২ কোটি টাকা করে পাচ্ছেন। আনক্যাপড প্লেয়ার হর্ষিত ও রমনদীপ ৪ কোটি টাকা করে পাচ্ছেন। ৬ জন ক্রিকেটারকে রিটেইন করার পর এবার নিলামে বাকি ক্রিকেটারদের দলে নেবে কেকেআর।
রিঙ্কুর দর বাড়ল ২৪ গুন
রিঙ্কুকে নিলাম থেকে দলে নিয়েছিল কেকেআর। সেই সময় তাঁর দল ছিল ২৪ লক্ষ টাকা। এবার ১৩ কোটি টাকা পাচ্ছেন এই ব্যাটার। এর অর্থ, তাঁর দর ২৪ গুন বেড়ে গেল। রিটেইনশন নিয়ে আলোচনার সময় রিঙ্কু বলেছিলেন, ‘আমি যখন খেলা শুরু করেছিলাম, তখন ভাবতেই পারিনি এত টাকা রোজগার করতে পারব। আমি সেই সময় ছোট ছিলাম। তখন ৫-১০ টাকা পেলেই মনে হত এই টাকা যেভাবে হোক পেয়ে যাব। এখন আমি ৫৫ লক্ষ টাকা পাচ্ছি। এই টাকা আমার কাছে অনেক। ঈশ্বর আমাকে যা দিচ্ছেন, তাতেই খুশি থাকা উচিত। এটাই আমার ভাবনা।’ কিন্তু ভাবনার চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছেন রিঙ্কু।
নতুন মরসুমে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে রিঙ্কু
২০২৪ সালের আইপিএল-এ প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি রিঙ্কু। ১১ ইনিংসে মাত্র ১৬৮ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে দল চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর পারফরম্যান্স নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। ২০২৫ সালের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানোই রিঙ্কুর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আইপিএল-এ বয়স্কতম ক্রিকেটার হিসেবে রিটেইনড, চেন্নাই সুপার কিংসেই মহেন্দ্র সিং ধোনি
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ও ২৭৩ রানে হার, অজুহাত তৈরি বাংলাদেশ?
শুক্রবার শুরু ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট, প্রথম দিন বিঘ্ন ঘটাবে আবহাওয়া?