IPL 2025: আইপিএল-এ টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ, গ্রেফতার হায়দরাবাদের ক্রিকেট কর্তা

Published : Jul 10, 2025, 04:46 PM ISTUpdated : Jul 10, 2025, 04:55 PM IST
A Jagan Mohan Rao

সংক্ষিপ্ত

IPL ticket scam: এবারের আইপিএল অনেক দিক থেকেই নজির গড়েছে। মাঠে ও মাঠের বাইরে সাফল্য এসেছে। কিন্তু এরই মধ্যে টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির সঙ্গে সরাসরি রাজ্য ক্রিকেট সংস্থার কর্তার নাম জড়িয়ে গিয়েছে।

IPL 2025 Ticket Scam: আইপিএল-এ ম্যাচের টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association) সভাপতি এ জগন মোহন রাও (A. Jagan Mohan Rao)। তাঁকে গ্রেফতার করেছে তেলঙ্গানা সিআইডি (Telangana CID)। জগন মোহনের পাশাপাশি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার আরও চারজন কর্তাও গ্রেফতার হয়েছেন। কোষাধ্যক্ষ সি শ্রীনিবাস রাও (C. Srinivas Rao), সিইও সুনীল কান্তে (Sunil Kante), সচিব রাজেন্দর যাদব (Rajender Yadav) ও তাঁর স্ত্রী জি কবিতা (G. Kavita) গ্রেফতার হয়েছেন। তাঁদের নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। ধৃতদের জেরা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থ নয়ছয় এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছে। এবারের আইপিএল-এর ম্যাচগুলিতে যে কমপ্লিমেন্টারি টিকিট ছিল, সেগুলি বণ্টনের ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা সিআইডি-র

৯ জুন আইপিএল-এ টিকিট বণ্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দায়ের করেন তেলঙ্গানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Telangana Cricket Association) সচিব ধরম গুরব রেড্ডি (Dharam Gurava Reddy)। তাঁর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে সিআইডি। জগন মোহনের বিরুদ্ধে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জাল নথি জমা দেওয়ার অভিযোগও উঠেছে। সেই অভিযোগেরও তদন্ত করছে সিআইডি।

জগন মোহনদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার জন্য আইপিএল (IPL 2025) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) উপর চাপ তৈরি করার অভিযোগও উঠেছে। সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই-এর (BCCI) মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী রাজ্য ক্রিকেট সংস্থার মোট দর্শকাসনের ১০ শতাংশ টিকিট বিনামূল্যে পাওয়ার কথা। হায়দরাবাদের ক্ষেত্রে এই সংখ্যা ৩,৯০০। তবে অভিযোগ উঠেছে, জগন মোহনরা আরও ১০ শতাংশ টিকিট দাবি করেন। যা দিতে অস্বীকার করে সানরাইজার্স হায়দরাবাদ। এই অভিযোগেরও তদন্ত করছে সিআইডি। ফলে বিপাকে হায়দরাবাদের ক্রিকেট কর্তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম