ধোনির সঙ্গে বসে হুক্কা খাবেন! ফের পুরনো বিতর্ক উস্কে দিলেন ইরফান পাঠান

Published : Sep 04, 2025, 02:51 PM IST
Irfan Pathan and MS Dhoni

সংক্ষিপ্ত

Irfan Pathan Hookah Controversy: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অধিনায়ক থাকাকালীন জাতীয় দলে সুযোগ পেতে হলে কি তাঁর 'সেবা' করতে হত? এই বিতর্ক উস্কে দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তাঁর পুরনো বক্তব্য ঘিরে এখন জোরদার আলোচনা চলছে।

DID YOU KNOW ?
টেস্টে হ্যাটট্রিক ইরফানের
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ইরফান পাঠান। তিনি ব্যাটিংয়েও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।

Irfan Pathan-MS Dhoni Controversy: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কি সত্যিই সতীর্থদের তাঁর জন্য হুক্কা সাজিয়ে দিতে বলতেন? এই বিতর্ক উস্কে দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। তাঁর পুরনো এক মন্তব্য ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোরদার আলোচনা চলছে। ২০২০ সালে এক সাক্ষাৎকারে ইরফান বলেছিলেন, ‘কারও ঘরে গিয়ে হুক্কা বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার সেই অভ্যাস নেই। এখন আর এসব নিয়ে কথা বলার কোনও অর্থ হয় না। একজন ক্রিকেটারের কাজ তার খেলায় মন দেওয়া। আমি সেটাই করতাম।’ বুধবার মহম্মদ শামির (Mohammed Shami) জন্মদিনে সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে শুভেচ্ছা জানান ইরফান। সেই পোস্টেই এক ক্রিকেটপ্রেমী হুক্কা-বিতর্ক নিয়ে খোঁচা দেন। পাল্টা ইরফান লেখেন, 'আমি আর ধোনি একসঙ্গে বসে হুক্কা খাব।'

ধোনির জন্যই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন ইরফান?

২০০৮ সালে ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে এক সাক্ষাৎকারে ধোনিকে আক্রমণ করেন ইরফান। তিনি বলেন, ‘২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় দল থেকে বাদ পড়া নিয়ে মাহি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। মাহি ভাই সংবাদমাধ্যমের সামনে বলেছিল, আমার বোলিং পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক হচ্ছে না। আমি মাহি ভাইয়ের কাছে এই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছিলাম। উত্তরে ও আমাকে বলেছিল, ও সব কোনও ব্যাপার নয়। সব ঠিক আছে।’ কিন্তু তারপরেও দল থেকে বাদ পড়েছিলেন ইরফান।

হুক্কা খাওয়ার অভ্যাস আছে ধোনির

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ফিটনেসের দিক থেকে অন্যতম সেরা হলেও, ধোনিকে হুক্কা খেতে দেখা গিয়েছে। তাঁর এই অভ্যাসের কথা ক্রিকেট মহলের অনেকেই জানেন। এই কারণেই এখন ইরফানের মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে ধোনি এখন দেশে নেই। তিনি ইউএস ওপেন (US Open 2025) দেখতে গিয়েছেন। ফলে দেশে বিতর্ক চললেও, সেসবের মধ্যে নেই ধোনি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৮
ধোনি অধিনায়ক থাকার সময় ২০০৮ সালে ভারতীয় দল থেকে বাদ ইরফান
২০০৮ সালে ভারতীয় দল থেকে বাদ পড়ার জন্য মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করেছেন ইরফান পাঠান
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি