'আরও ১৫-২০ বছর!' চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা নিয়ে জল্পনা বাড়ালেন ধোনি
MS Dhoni: প্রতি বছরই আইপিএল-এর (IPL) আগে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। তবে আইপিএল ছাড়া অন্য সময়ও ধোনিকে নিয়ে একই জল্পনা চলে।

আরও ১৫-২০ বছর আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যাবেন ধোনি!
আরও কতদিন আইপিএল-এ খেলবেন ধোনি?
আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যাওয়া নিয়ে বড় বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি জানিয়েছেন, ‘আমি ও সিএসকে এক হয়ে আছি। আগামী ১৫-২০ বছরও আমরা এভাবেই এক হয়ে থাকতে পারি। আশা করি ওরা ভাবছে না যে আমি আরও ১৫-২০ বছর খেলব।’ এই মন্তব্য করলেও, ঠিক কতদিন খেলা চালিয়ে যাবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ধোনি।
KNOW
আইপিএল থেকে অবসরের পরেও সিএসকে-র হয়ে গলা ফাটিয়ে যাবেন, জানিয়েছেন ধোনি
সিএসকে-র অবিচ্ছেদ্য অংশ ধোনি
চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ধোনি বলেছেন, ‘এটা এক বা দুই বছরের ব্যাপার না। আমি সবসময় হলুদ জার্সি পরে বসে থাকব। আমি খেলি বা না খেলি, সবসময় সিএসকে-র হয়ে গলা ফাটাব।’ আইপিএল থেকে অবসরের পর তিনি কোচিং করাতে পারেন বলে জল্পনা চলছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি ধোনি।
ক্রিকেটার ও মানুষ হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে সিএসকে, জানালেন ধোনি
সিএসকে-র প্রতি কৃতজ্ঞ ধোনি
চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ধোনি বলেছেন, ‘আমার সঙ্গে সিএসকে-র সম্পর্ক অনেক বছরের। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক উন্নত হয়েছে। এই সম্পর্ক আমাকে মানুষ হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। এই সম্পর্ক আমাকে ক্রিকেটার হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। সিএসকে-র সঙ্গে সম্পর্ক এমনই। আমার মনে হয় এটা চেন্নাইয়ের পক্ষে ভালো। আজ আমার জন্যও এটা ভালো।’
গত আইপিএল-এ ভুল থেকে শিক্ষা নিতে চান, জানিয়েছেন সিএসকে অধিনায়ক ধোনি
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব আইপিএল-এর গত পাঁচ মরসুমে দু'বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি তিনবার প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেননি ধোনিরা। এ প্রসঙ্গে সিএসকে অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, গত দুই মরসুম আমাদের জন্য ভালো যায়নি। আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা শিক্ষা নিচ্ছি। আমাদের কোথায় ভুল হল, কেন খারাপ মরসুম গেল, গত দুই বছর ধরে সেই প্রশ্ন করছি।’
রুতুরাজ গায়কোয়াড় ফিট হয়ে উঠলে তিনিই কি ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হবেন?
ফের নেতৃত্ব ছেড়ে দেবেন ধোনি?
২০২৫ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে তিনি চোট পেয়ে ছিটকে যাওয়ার পর নেতৃত্বের ভার নেন মহেন্দ্র সিং ধোনি। আগামী মরসুমে কী হবে? ধোনি বলেছেন, ‘রুতু ফিরে আসবে। ও চোট পেয়েছিল। তবে এখন আমাদের সমস্যা মিটে গিয়েছে।’ ধোনির কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, ফের সিএসকে-র অধিনায়ক হিসেবে খেলতে পারেন রুতুরাজ।
আইপিএল-এ আনক্যাপড প্লেয়ার হিসেবে আপাতত খেলা চালিয়ে যেতে পারেন ধোনি
ঠিক কবে অবসর ধোনির?
মহেন্দ্র সিং ধোনি কবে আইপিএল থেকে অবসর নেবেন, সে বিষয়ে একমাত্র তিনিই জবাব দিতে পারবেন। চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট তাঁর উপর কোনওরকম চাপ তৈরি করছে না। যতদিন ফিট থাকবেন খেলা চালিয়ে যেতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সুসম্পর্কের কারণেই হাঁটুর চোট নিয়েও আইপিএল-এ খেলে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন ধোনি।

