বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ছেলে অকায়ের ছবি কি প্রথমবার প্রকাশ্যে এল?

Published : Nov 24, 2024, 08:40 PM ISTUpdated : Nov 24, 2024, 09:21 PM IST
Akaay Pic factcheck

সংক্ষিপ্ত

রবিবার পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করে সমালোচকদের জবাব দিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত স্ত্রী অনুষ্কা শর্মা।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছেলে অকায় কোহলির ছবি কি প্রথমবার প্রকাশ্যে এসেছে? পারথে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক শিশুর ছবি। অনেকেই বলতে শুরু করেছেন, এটাই অকায়ের ছবি। এই বিখ্যাত দম্পতির অনুরাগীরা শিশুর ছবি নিয়ে নানা মন্তব্য করছেন। সন্তানদের নিয়ে বিরাট ও অনুষ্কা শুরু থেকেই অত্যন্ত সংবেদনশীল। এখনও পর্যন্ত তাঁরা প্রথম সন্তান ভামিকা এবং দ্বিতীয় সন্তান অকায়ের ছবি প্রকাশ করেননি। সোশ্যাল মিডিয়া থেকে সন্তানদের দূরে রেখেছেন বিরুষ্কা। এই কারণেই তাঁদের সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে।

এই ছবি কি সত্যি?

সোশ্যাল মিডিয়ায় যে শিশুর ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে, সে অন্য কারও সন্তান। এই শিশু বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান অকায় নয়। ফলে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা চলছে তা ভুয়ো। তবে এই শিশু কে, তা এখনও জানা যায়নি।

হঠাৎ কেন এই জল্পনা?

বিরাট এখন পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত। তিনি রবিবার শতরান করেছন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সন্তান বলে এক শিশুর ছবি ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সপরিবারে লন্ডনে গিয়েছিলেন বিরাট। মুম্বই বিমানবন্দরে নেমে বিরাট ও অনুষ্কা নিজেরা ছবি তোলার আবদারে সাড়া দিলেও, কোনওভাবেই সন্তানদের ছবি তুলতে দেননি। এই দম্পতি সযত্নে সন্তানদের আগলে রাখেন। এখন তাঁদের প্রথম সন্তান ভামিকার বয়স ৩ বছর। এখনও পর্যন্ত ভামিকার ছবি কোথাও প্রকাশিত হয়নি। বিরুষ্কার দ্বিতীয় সন্তান অকায়ের জন্ম হয়েছে এ বছরের ১৫ ফেব্রুয়ারি। এখনও পর্যন্ত তার আসল ছবিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়নি। সন্তানদের বিষয়ে এরকমই সজাগ এই বিখ্যাত দম্পতি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান, সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

৬ বছর পর ফের পারথে শতরান বিরাট কোহলির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পথে ভারতীয় দল

'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে শ্রেয়াস আইয়ার
অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপ ২০২৬: শনিবার ভারত-বাংলাদেশ ম্যাচ, বাড়ছে উত্তেজনা