সংক্ষিপ্ত
২০১৮ সালের পর ২০২৪, ৬ বছরের ব্যবধানে পারথ স্টেডিয়ামে ফের শতরান করলেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর অসাধারণ ইনিংসে জয়ের পথে ভারতীয় দল।
বড় খেলোয়াড়রা মুখে সমালোচনার জবাব দেন না। তাঁরা বড় মঞ্চের জন্য অপেক্ষা করেন এবং পারফরম্যান্সের মাধ্যমে সমালোচনার জবাব দেন। বিরাট কোহলিও ঠিক সেটাই করেন। সারা বছর টেস্ট ক্রিকেটে শতরান করতে পারেননি। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস ছাড়া কোনও ইনিংসে অর্ধশতরানও করতে পারেননি। সেই বিরাটই রবিবার পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শতরান করলেন। এদিন ভারতের দ্বিতীয় ইনিংসে ১৪৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার-বাউন্ডারি। বিরাট শতরান করার পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ৪৮৭। অস্ট্রেলিয়ার চেয়ে ৫৩৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। জয়ের জন্য এই রানই যথেষ্ট বলে মনে করছেন জসপ্রীত বুমরা, গৌতম গম্ভীররা।
জয়ের পথে ভারতীয় দল
পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১২। আউট হয়ে গিয়েছেন নাথান ম্যাকস্যুইনি (০), অধিনাক প্যাট কামিন্স (২) ও মার্নাস লাবুশেন (৩)। ৩ রানে অপরাজিত উসমান খাজা। ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বুমরা। ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। এই ম্যাচ জিততে হলে আরও ৫২২ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। পরিস্থিতির বিচারে যা কার্যত অসম্ভব। ফলে ভারতের জয় সময়ের অপেক্ষা।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮১-তম শতরান বিরাটের
রবিবার টেস্ট ক্রিকেটে ৩০-তম শতরান করলেন বিরাট। তিনি সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮১-তম শতরান করলেন। এই সিরিজ তাঁর কাছে বড় পরীক্ষা। ভালো পারফরম্যান্স বজায় রাখাই বিরাটের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই দ্বিশতরানের সুযোগ হারালেও নতুন নজির যশস্বী জয়সোয়ালের
তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই শতরান, গাভাসকরের সঙ্গে একই সারিতে যশস্বী