Suryakumar Yadav: ফুটবলের ক্ষেত্রে যেভাবে বিভিন্ন ক্লাবের মধ্যে খেলোয়াড়দের নিয়ে দড়ি টানাটানি হয়, এবার ঘরোয়া ক্রিকেটে মুম্বই ও গোয়ার মধ্যে সেই লড়াই দেখা যাচ্ছে। মুম্বইকে টেক্কা দিতে চাইছে গোয়া।
Mumbai Cricket Association on Suryakumar Yadav: যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal) পর সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) কি ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়া দলে যোগ দিচ্ছেন? আইপিএল ২০২৫ (IPL 2025) চলাকালীন ভারতীয় ক্রিকেট মহলে এই জল্পনা তৈরি হয়েছে। যশস্বী ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। সূর্যকুমারও কি দলবদল করছেন? এ বিষয়ে মুখ খুলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সূর্যকুমার নিজেও এ বিষয়ে মুখ খুলেছেন। সূর্যকুমার এখন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলতে ব্যস্ত। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলছেন যশস্বী। এরই মধ্যে এই দুই ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট দলবদল নিয়ে আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেট মহল এ বিষয়ে সরগরম।
সূর্যকুমার কি মুম্বই ছেড়ে গোয়ায় যাচ্ছেন?
এমন জল্পনা ছিল যে সূর্যকুমার ক্রিকেটারদের মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার বিষয়ে উৎসাহিত করতে প্রধান ভূমিকা পালন করছেন। যা থেকে ধারণা করা হচ্ছে যে তিনিও যশস্বীর পথ অনুসরণ করতে পারেন। সূর্যকুমারের মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার খবর প্রকাশের একদিন পর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এ বিষয়ে ধোঁয়াশা কাটাতে একটি বিবৃতি প্রকাশ করেছে। সচিব অভয় হাদপ জানান যে তাঁরা সূর্যকুমারের গোয়ায় যাওয়া নিয়ে যে জল্পনা চলছে, সে বিষয়ে অবগত। হাদপ আরও জানান, মুম্বই ক্রিকেটের কর্তারা সূর্যকুমারের সঙ্গে কথা বলে এই জল্পনার সত্যতা জানতে চেয়েছিলেন। যা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হাদপ এক বিবৃতিতে বলেন, 'মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সূর্যকুমার যাদবের মুম্বইয়ের হয়ে না খেলে খেলোয়াড়দের গোয়ায় সরিয়ে নেওয়ার কথিত সিদ্ধান্ত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব সম্পর্কে অবগত। এমসিএ কর্তারা আজ সকালে সূর্যর সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত করতে পারেন যে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। সূর্যকুমার যাদব মুম্বইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং মুম্বইয়ের হয়ে খেলতে পেরে তিনি অত্যন্ত গর্বিত।' হাদপ আরও বলেন, 'আমরা সবাইকে অনুরোধ করছি, ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এবং আমাদের খেলোয়াড়দের সমর্থন করুন। কারণ, ওরা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে অবদান অব্যাহত রেখেছে।'
মুম্বই ছাড়ার খবর উড়িয়ে দিলেন সূর্যকুমার
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) সূর্যকুমারের গোয়ায় যাওয়া নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগে ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিজেই এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। খবরে বলা হয়েছিল যে সূর্যকুমার খেলোয়াড়দের গোয়ায় স্থানান্তরিত করতে বড় ভূমিকা পালন করছেন। সূর্যকুমার তার 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন, ‘স্ক্রিপ্ট রাইটার নাকি সাংবাদিক? যদি হাসতে হয়, তাহলে আমি কমেডি সিনেমা দেখা বন্ধ করে এই আর্টিকেলগুলো পড়া শুরু করব। একদম বাজে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।