ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ইডেন টেস্টের আগেই ছেড়ে দেওয়া হল নীতীশ রেড্ডিকে, কারণ কী?

Published : Nov 12, 2025, 06:28 PM IST
Nitish Kumar Reddy

সংক্ষিপ্ত

Nitish Kumar Reddy: টেস্ট ক্রিকেটে অভিষেকের পর এখনও পর্যন্ত মাত্র নয়টি ম্যাচ খেলেছেন ভারতীয় দলের অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন না নীতীশ।

DID YOU KNOW ?
শুক্রবার শুরু ইডেন টেস্ট
শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দীর্ঘদিন পর কলকাতায় হচ্ছে টেস্ট ম্যাচ।

India vs South Africa Test Series: ইডেন টেস্টে (Eden Gardens) ভারতীয় দলে নেই তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। শুক্রবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে বুধবারই ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হল, নীতীশকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজকোটে (Rajkot) শুরু হচ্ছে ভারতীয় এ দল ও দক্ষিণ আফ্রিকা এ দলের (India A vs South Africa A) বেসরকারি ওডিআই সিরিজ। এই সিরিজে খেলবেন নীতীশ। তিনি টেস্ট সিরিজে খেলার জন্য কলকাতায় চলে এসেছিলেন। ইডেনে দলের সবার সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে খেলার সুযোগ দেওয়ার বদলে তাঁকে কলকাতা থেকে রাজকোটে পাঠিয়ে দেওয়া হল। এই তরুণ অলরাউন্ডারকে মাঠের বাইরে বসিয়ে রাখার বদলে খেলার সুযোগ দেওয়ার জন্যই ভারতীয় এ দলে পাঠানো হল।

ইডেনে খেলছেন ঋষভ পন্থ

ইডেন টেস্টে ভারতীয় দলে থাকছেন দুই বিশেষজ্ঞ উইকেটকিপার। চোট সারিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। দলে আছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তিনি সম্প্রতি যে ফর্মে আছেন, তাতে দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। এই কারণেই নীতীশকে ছেড়ে দেওয়া হল। আপাতত দলে তাঁর জায়গা নেই। ঋষভ ও জুরেল দলে থাকায় ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের শক্তি বেড়ে গিয়েছে। এই দুই খেলোয়াড়ের মধ্যে কে উইকেটকিপিং করবেন, তা স্পষ্ট নয়। তবে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে ঋষভ। ফলে শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেন জুরেল। বুধবার ইডেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) জানিয়েছেন, ইডেনে খেলবেন জুরেল।

ছন্দ ধরে রাখার লক্ষ্যে নীতীশ

টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা না পেলেও, ভারতীয় এ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে নীতীশ। তিনি যে সব ফর্ম্যাটের ক্রিকেটেই খেলার উপযুক্ত, তা ফের দেখিয়ে দিতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলছেন না নীতীশ।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগেই নীতীশ কুমার রেড্ডিকে ভারতীয় দল থেকে ভারতীয় এ দলে পাঠিয়ে দেওয়া হল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম