জয় শাহর মুকুটে নয়া পালক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি-র চেয়ারম্যান পদে বসলেন তিনি

Published : Aug 28, 2024, 02:02 AM IST
Jay Shah

সংক্ষিপ্ত

তাঁর মুকুটে নয়া পালক। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন জয় শাহ (Jay Shah)।

তাঁর মুকুটে নয়া পালক। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন জয় শাহ (Jay Shah)।

বলা যেতে পারে, আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান তিনি। মঙ্গলবার, কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন তিনি। নতুন পদে নির্বাচিত হয়ে জয় শাহ জানালেন, আগামীদিনে ক্রিকেটকে গোটা বিশ্বে আরও বেশি পরিমাণে ছড়িয়ে দিতে চান।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিসিসিআই (BCCI) সচিব পদে দায়িত্ব সামলেছেন তিনি। এমনকি, এশিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থারও প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। এবার জয় শাহ আরও বড় পদে নিজের জায়গা সুনিশ্চিত করলেন।

তবে জয় শাহই যে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন, সেই জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। একেবারে গুঞ্জন শুরু হয়ে গেছিল ক্রিকেটমহলে। কারণ, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে আর চেয়ারম্যান পদ সামলাতে আগ্রহী ছিলেন না।

আর তারপরেই চেয়ারম্যান পদে সকলের থেকে এগিয়ে যান জয় শাহ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই পদের জন্য নির্বাচনে মনোনয়নপত্রই জমা দেননি আর কোনও বোর্ড কর্তা। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর সেই সময়সীমার মধ্যে আর কোনও প্রার্থীই মনোনয়ন জমা দেননি। ফলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যান জয় শাহ।

কার্যত, বিসিসিআই সচিব এইমুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম ক্ষমতাশালী একজন ব্যক্তিত্ব। বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও যার সুসম্পর্ক রয়েছে।

এদিকে নতুন দায়িত্ব পেয়ে জয় শাহ জানান, “আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে রয়েছি। যখন সমস্ত ফরম্যাটের ক্রিকেটকে সমানভাবে বাঁচিয়ে রাখাটা জরুরি হয়ে উঠেছে। তাছাড়া নয়া প্রযুক্তির ব্যবহার, মেগা প্রতিযোগিতাগুলিকে আরও নতুন দেশে ছড়িয়ে দেওয়াটাও ভীষণ প্রয়োজন। ক্রিকেটের প্রতি ভালোবাসা যেন গোটা বিশ্বজুড়ে আরও ছড়িয়ে পড়ে, সেদিকে আমাদের নজর দিতে হবে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?