England vs India: এবারের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে জয় পাচ্ছে না ভারতীয় দল। তবে এই সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। দলগতভাবেও অনন্য নজির গড়লেন শুবমান গিলরা (Shubman Gill)। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ছাপ ফেললেন শুবমান।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বাউন্ডারির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল
ভারতের নতুন রেকর্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪২২টি বাউন্ডারি ও ৪৮টি ওভার-বাউন্ডারি মেরেছেন ভারতের ব্যাটাররা। শনিবার ওভাল টেস্টের তৃতীয় দিন এই রেকর্ড গড়েন যশস্বী জয়সোয়াল-আকাশ দীপরা। এর আগে কোনও টেস্ট সিরিজে কোনও দল এতগুলি বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারতে পারেনি। ফলে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল।
DID YOU KNOW ?
বাউন্ডারির নতুন রেকর্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বাউন্ডারির হিসেবে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল।
26
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ৪০০-এর বেশি বাউন্ডারি মারল ভারতীয় দল
টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড
টেস্ট ক্রিকেটের এত বছরের ইতিহাসে প্রথমবার ৪০০-এর বেশি বাউন্ডারি মারার রেকর্ড গড়ল ভারতীয় দল। ১৯৬৪ সালে টেস্ট সিরিজে ৩৮৪টি বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মেরেছিল ভারতীয় দল। ৬০ বছরেরও বেশি সময় পর সেই রেকর্ড ভেঙে দিল ভারতীয় দল। এই সিরিজে ভারতের ব্যাটাররা ২৮ বার ৫০-এর বেশি রান করেছেন। কোনও টেস্ট সিরিজে এর আগে কোনও দলের এতজন ব্যাটার ৫০-এর বেশি রান করতে পারেননি। ফলে এক্ষেত্রেও রেকর্ড গড়ল ভারতীয় দল।
৩৮০৯
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩৮০৯ রান করেছে ভারতীয় দল
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের ব্যাটাররা। নতুন রেকর্ড গড়েছে ভারত।
36
টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও সিরিজে দ্বিতীয় সর্বাধিক রানের নজির ভারতীয় দলের
টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড ভারতীয় দলের
১৯৮৯ সালের অ্যাশেজে ৩,৮৭৭ রান করে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও সিরিজে সেটিই সবচেয়ে বেশি রানের রেকর্ড। এবার সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেলেও, দ্বিতীয় স্থানে থেমে গেল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ৩,৮০৯ রান করেছে ভারতীয় দল।
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান যশস্বী জয়সোয়ালের
ওভালে যশস্বী জয়সোয়ালের শতরান
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৬৪ বলে ১১৮ রান করেন যশস্বী জয়সোয়াল। তিনি এই ইনিংসে ১৪টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। এই সিরিজের শুরুতে শতরান করলেও, তারপর ফর্ম হারিয়েছিলেন যশস্বী। তবে সিরিজের শেষ ইনিংসে ফর্মে ফিরলেন এই তরুণ ব্যাটার।
56
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে নৈশপ্রহরী হিসেবে ব্যাটিং করতে নেমে অর্ধশতরান আকাশ দীপের
আকাশ দীপের নজির
২০১১ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নৈশপ্রহরী হিসেবে ব্যাটিং করতে নেমে ৮৪ রান করেন অমিত মিশ্র। তারপর থেকে ভারতের অন্য কোনও নৈশপ্রহরী টেস্ট ইনিংসে অর্ধশতরান করতে পারেননি। এবার সেই ওভালেই অর্ধশতরান করলেন আকাশ দীপ। তিনি নতুন নজির গড়লেন।
66
গত ২৫ বছরে মাত্র ৩ বার ভারতের নৈশপ্রহরীরা টেস্ট ইনিংসে অর্ধশতরান করতে পেরেছেন
বিরল নজির আকাশ দীপের
২০০০ সালের পর থেকে এখনও পর্যন্ত মাত্র তিনবার টেস্ট ইনিংসে ভারতের কোনও নৈশপ্রহরী অর্ধশতরান করতে পেরেছেন। অমিত মিশ্র ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে এবং ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন। ১৪ বছর পর সেই নজির স্পর্শ করলেন আকাশ দীপ।