Published : Jul 31, 2025, 11:51 PM ISTUpdated : Jul 31, 2025, 11:52 PM IST
England vs India: ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে সেভাবে সাফল্য পাচ্ছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর দল পরিচালনা, আচরণ নিয়েও প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার ফের সমালোচনার মুখে পড়লেন গম্ভীর।
ওভাল টেস্টের প্রথম দিন ভারতের দল গঠন নিয়ে তীব্র সমালোচনা ক্রিকেটপ্রেমীদের
গৌতম গম্ভীরের সমালোচনা
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ভারতের দলগঠন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁরা এই ম্যাচেও আর্শদীপ সিং ও কুলদীপ যাদবের খেলার সুযোগ না পাওয়া নিয়ে ক্ষুব্ধ। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে কাঠগড়ায় তুলেছেন আর্শদীপ ও কুলদীপের অনুরাগীরা। তাঁদের দাবি, গম্ভীরের সিদ্ধান্তেই বাদ পড়েছেন এই দুই বোলার।
DID YOU KNOW ?
সিরিজ জয়ের অপেক্ষায় গম্ভীর
গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ড সফরেও জয় আসছে না।
26
আর্শদীপ সিংকে বাইরে রেখে খারাপ পারফরম্যান্সের পরেও কেন প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো হচ্ছে?
আর্শদীপ সিংয়ের বাদ পড়া নিয়ে প্রশ্ন
ওভালে মেঘলা আবহাওয়া এবং ঘাসে ঢাকা পিচ সত্ত্বেও বাঁ হাতি পেসার আর্শদীপ সিংকে কেন খেলার সুযোগ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উইকেটের দুই দিকেই বল স্যুইং করাতে পারেন আর্শদীপ। তাঁকে খেলার সুযোগ দেওয়া হলে ভারতীয় দলের বোলিং লাইনআপে বৈচিত্র আসত। কিন্তু এই পেসারকে খেলার সুযোগ দেওয়া হল না। এই সিদ্ধান্তের সমালোচনা চলছে।
০
ইংল্যান্ড সফরে মাঠের বাইরে কুলদীপ যাদব
ইংল্যান্ড সফরে কোনও টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পেলেন না স্পিনার কুলদীপ যাদব। আর্শদীপ সিংয়ের টেস্ট অভিষেকও হল না।
36
বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবকেও খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বলে মত অনুরাগীদের
কুলদীপ যাদবের বাদ পড়া নিয়েও প্রশ্ন
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কোনও ম্যাচেই খেলার সুযোগ পেলেন না চায়নাম্যান কুলদীপ যাদব। তিনি ভালো ফর্মে থাকা সত্ত্বেও কেন সব ম্যাচেই দলের বাইরে থাকলেন, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের ব্যাটাররা স্পিন বোলিং সামাল দেওয়ার ক্ষেত্রে তেমন দক্ষ নন। তা সত্ত্বেও কুলদীপের বোলিংয়ের বৈচিত্র ব্যবহারই করল না ভারতীয় দল।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের কোনও ম্যাচেই উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ার। এই কারণে তাঁকে বাদও দেওয়া হয়েছিল। কিন্তু ওভাল টেস্টে অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে করুণকে খেলার সুযোগ দেওয়া হল। এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ওভালে শার্দুলের বোলিং ও ব্যাটিংয়ের দক্ষতা কাজে লাগতে পারত।
56
ওভাল টেস্টে হঠাৎ কেন ভারতীয় দলে ব্যাটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল?
ভারতীয় দল নিয়ে অনেক প্রশ্ন
ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলের মিডল অর্ডার। কোণঠাসা অবস্থা থেকে ম্যাচ ড্র করে ভারত। তার আগে লর্ডস টেস্টেও জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। তারপরেও কেন বারবার ব্যর্থ হওয়া ব্যাটার করুণ নায়ারকে দলে ফেরানো হল, সেই প্রশ্ন জোরদার হচ্ছে। এক্ষেত্রে প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, 'গৌতম গম্ভীরের যুগ দেখে মনে হচ্ছে গ্রেগ চ্যাপেলের সময় ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ ছিল।' আরও অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন। গম্ভীর প্রধান কোচ হওয়ার পর থেকে ভারতীয় দল এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি। অনেকে সে কথাও উল্লেখ করে তাঁকে আক্রমণ করছেন।