KKR Match Ticket Price: দারুণ খবর কেকেআর সমর্থকদের জন্য! দাম কমছে টিকিটের?

সংক্ষিপ্ত

KKR Match Ticket Price: সুখবর কেকেআর ফ্যানদের জন্য। দাম কমল টিকিটের।

KKR Match Ticket Price: চলতি আইপিএলে (IPL 2025), ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ টিকিটের দাম কমল অনেকটাই। আগামী ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের (KKR vs LSG) বিরুদ্ধে ম্যাচ রয়েছে নাইটদের। সেই ম্যাচের টিকিটের দাম অনেকটাই কমানো হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে।

তবে তার আগে ৩ এপ্রিল হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে টিকিটের দাম অপরিবর্তিতই থাকছে। প্রসঙ্গত, ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ম্যাচে টিকিটের চড়া দাম নিয়ে জোর চর্চা হয়েছিল।

Latest Videos

উল্লেখ্য, গত ২২ মার্চ আইপিএল-এর (IPL 2025 News) উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচের টিকিটের ন্যূনতম দাম ছিল ৯০০ টাকা। তারপর ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০,০০০ এবং ১৫,০০০ হাজার টাকার টিকিট ছিল। যদিও ৮ এপ্রিল, লখনউ ম্যাচে ন্যূনতম টিকিটের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। সেটি ৯০০ টাকাই থাকছে (KKR ticket booking 2025)।

তবে তারপর থেকে টিকিটের দামে বেশ কিছুটা পরিবর্তন আসছে। দাম কমে হচ্ছে (Ticket Price) ১২০০, ১৫০০ এবং ১৮০০ টাকা। অর্থাৎ, একধাক্কায় ২০০০ টাকা কমে যাচ্ছে টিকিটের দাম। অন্যদিকে, ক্লাব হাউজের আপার টায়ার ৬০০০ টাকা এবং লোয়ার টায়ারের দাম ১০,০০০ টাকা। আর তারপরেই আছে ১২,০০০, ২৫,০০০ এবং ৩৫,০০০ টাকার টিকিট।

প্রসঙ্গত, লখনউয়ের বিরুদ্ধে ম্যাচটি প্রথমে হওয়ার কথা ছিল আগামী ৬ এপ্রিল। তবে নিরাপত্তাজনিত কারণে সূচি বদলানো হয় পরে। তাই আগামী ৬ এপ্রিলের বদলে ম্যাচটি হবে আগামী ৮ এপ্রিল। ঐদিনই লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামবে নাইট ব্রিগেড। যদিও সেই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ মিনিট থেকে (KKR ticket booking 2025)।

আসলে ম্যাচ টিকিটের দাম (KKR Ticket Price Update) কত রাখা হবে, সেটা ঠিক করে ফ্র্যাঞ্চাইজি নিজেই। এখন হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচেও ঠিক এইরকমই কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

SSC Scam News: পুলিশকর্মীদের ফুল দিচ্ছেন অনশন চাকরিহারারা, কিন্তু কেন? দেখুন কী বলছেন তাঁরা
হাইকোর্টে অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, কথা বললেন ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে