KKR vs DC Live Updates: দিল্লীর ঘরের মাঠে গিয়ে দাপুটে জয় কলকাতার, লড়াইতে ফিরলেন রাহানেরা

Published : Apr 29, 2025, 11:23 PM ISTUpdated : Apr 30, 2025, 12:08 AM IST
IPL 2025

সংক্ষিপ্ত

KKR vs DC Live Updates: জয়ে ফিরল কলকাতা। কার্যত, দিল্লীর ঘরের মাঠে গিয়ে দাপট দেখালেন রাহানেরা (KKR vs DC)।

KKR vs DC Live Updates: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে মঙ্গলবার সন্ধ্যয়, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লী ক্যাপিটালস (Kolkata Knight Riders vs Delhi Capitals)।

সেই ম্যাচেই ১৪ রানে জয় পেল কেকেআর (KKR)। এদিন টসে জিতে বোলিং নেয় দিল্লী। আর ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে নাইটরা। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন কার্যত ঝোড়ো ইনিংস দিয়ে স্বাগত জানান দিল্লীর বোলারদের। গুরবাজের সংগ্রহে ২৬ রান এবং নারিনের ঝুলিতে ২৭ রান। পাওয়ার প্লে-তে ওপেনিং জুটি ভালো খেলে দেওয়ায় অনেকটাই নিশ্চিন্তে ব্যাট করতে পারে দলের মিডল অর্ডার (Kolkata Knight Riders vs Delhi Capitals Stats)। 

 

 

অধিনায়ক অজিঙ্ক রাহানে করেন ১৪ বলে ২৬ রান। তবে এদিন দায়িত্বপূর্ণ ইনিংস উপহার দেন কেকেআর-এর তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী (angkrish raghuvanshi), খেলেন ৩২ বলে ৪৪ রানের অসাধারণ ইনিংস। যাতে ছিল ৩টি চার এবং ২টি ছয়। তবে ভেঙ্কটেশ আইয়ার খুব একটা ভালো খেলতে পারেননি, সংগ্রহে মাত্র ৭ রান (Delhi Capitals vs Kolkata Knight Riders Match)। 

ওদিকে রিঙ্কু সিং মঙ্গলবারের ম্যাচে বেশ ভালো খেলেন। তাঁর ঝুলিতে ৩৬ রান এবং আন্দ্রে রাসেল করেন ১৭ রান। তাছাড়া রভম্যান পাওয়েল স্কোরবোর্ডে ৫ রান যোগ করেন। আর সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে কলকাতা নাইট রাইডার্স (Delhi Capitals vs Kolkata Knight Riders Standings)। 

দিল্লীর হয়ে এদিন ৩টি উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট পেয়েছেন অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ভিপরাজ নিগম। এছাড়া ১টি উইকেট পেয়েছেন দুশমান্থা চামিরা। তবে এদিন দুজনের কথা আলাদা করে বলতেই হয় (IPL 2025 Live Score)। একজন হলেন বাঙালি উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। উইকেটের পিছনে এই ম্যাচে দিল্লীর হয়ে দুর্দান্ত খেলেন তিনি। এমনকি, স্টার্কের বলে গুরবাজ তাঁর হাতেই তালুবন্দি হন। দুরন্ত ক্যাচটি নেন সেই অভিষেক (kkr vs dc live score)। 

অন্যদিকে, বাউন্ডারি লাইনের সামনে লাফিয়ে অনবদ্য একটি ক্যাচটি নেন দুশমান্থা চামিরা (kkr vs delhi)। এদিকে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে দিল্লী। অভিষেক পোড়েল ফিরে যান মাত্র ৪ রানে। তবে দারুণ লড়াই করেন ফ্যাফ ডু প্লেসি, খেলেন ৪৫ বলে ৬২ রানের অসাধারণ ইনিংস। অপরদিকে করুণ নায়ার করেন ১৫ রান। 

 

 

তবে কেএল রাহুল মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। অর্থাৎ, এদিন দিল্লীর মিডল অর্ডার আপাতদৃষ্টিতে ব্যর্থ। কিন্তু অক্ষর কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ২৩ বলে ৪৩ রান। নিঃসন্দেহে বেশ ভালো ইনিংস। সেইসঙ্গে, শেষদিকে নেমে ভিপরাজ নিগমও বেশ ভালো খেলেন। তাঁর ঝুলিতে ১৯ বলে ৩৮ রান। রীতিমতো ঝোড়ো ইনিংস বলা যেতে পারে। 

তবে আর কেউ সেইভাবে দাঁড়াতে পারেননি। তাই অনেকটা কাছে পৌঁছে গেলেও জয় হাসিল করতে পারল না ক্যাপিটালসরা। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে সক্ষম হয় দিল্লী (delhi vs kolkata)।

কিন্তু নাইট বোলারদের প্রশংসা করতেই হয়। সঠিক সময়ে উইকেট তুলে নিয়ে এদিন কাজের কাজটি করে গেলেন তারা। সুনীল নারিন বেশ ভালো বল করলেন এই ম্যাচে, নিলেন ৩টি উইকেট। এছাড়া ২টি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে, ১টি করে উইকেট পেয়েছেন অনুকূল রায়, বৈভব আরোরা এবং আন্দ্রে রাসেল। 

কলকাতা নাইট রাইডার্স জয়ী ১৪ রানে এবং ম্যাচের সেরা সুনীল নারিন (Sunil Narine)। 

আর এই ম্যাচ ছিল কলকাতার কাছে ফিরে আসার লড়াই। দিনের শেষে তারা সেটাই করে দেখালেন রাহানেরা (IPL 2025 Live Score)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা