KKR vs RCB Ticket Crisis: কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার! ব্ল্যাক চলছে রমরমিয়ে?

KKR vs RCB: ঠিক এইরকম পরিস্থিতি যে হতে পারে, তা কিছুটা আন্দাজ করা যাচ্ছিল। তবে এবার যেন একেবারে হাতের বাইরে।

KKR vs RCB Ticket Crisis: ইডেনে আইপিএল-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচ (Opening Ceremony) ঘিরে টিকিটের চূড়ান্ত হাহাকার। আর সেই আইপিএল উদ্বোধনের ঠিক একদিন আগে কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচের ৯০০ টাকার কোনও টিকিটই নেই। এমনকি, ২০০০ টাকার টিকিটও নেই (IPL 2025 News)।

ন্যূনতম টিকিট শুরু হচ্ছে সাড়ে ৩৫০০ টাকা থেকে। তার মধ্যেই চলছে ব্ল্যাকরদের তাণ্ডব! ফলে, ক্রিকেটের নন্দনকানন ইডেনে যেন ক্রিকেট উৎসব শুরুর আগেই বিরহের আবহ।

Latest Videos

এমনিতেই আইপিএল নিয়ে উন্মাদনা তুঙ্গে। এবার আবার একদিকে মেগা উদ্বোধন এবং সঙ্গে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। স্বাভাবিকভাবেই, টিকিটের ব্যাপক হাহাকার চলছে। ঘটনা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ২০০০ টাকা রেডি আছে। টিকিট একটা চাই। কয়েকজন তো আবার ডবল দাম দেওয়ার জন্যও তৈরি আছে।

ওদিকে আবার কোহলির খেলা দেখতে না পারার কোথাও আফসোসও কাজ করছে অনেকের মধ্যে। কারণ, টিকিটই যে নেই। যাও আছে, সেটা ৩৫০০ টাকার টিকিট। সাধ থাকলেও যেন খেলা দেখার সাধ্য নেই মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ক্রিকেটপ্রেমী মানুষের (IPL 2025 Updates)।

কিন্তু এইরকমটা হচ্ছে কেন? এর আগেও ইডেনে নাইট রাইডার্স বনাম আরসিবি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে, আইপিএল উদ্বোধন আছে। তবে গত ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচও ইডেনে হয়েছিল। ইডেনের দর্শকাসনও তখন ৬৭০০০-ই ছিল। কিন্তু তারপরে দাঁড়িয়েও সাধারণ মানুষ খেলা দেখতে পেরেছে (IPL 2025 Schedule)।

এবারের মতো কার্যত জঘন্য পরিস্থিতি তৈরি হয়নি টিকিট নিয়ে। যেখানে ক্রিকেটপ্রেমীরা বুঝতেই পারছেন না যে, ৯০০ এবং ২০০০ টাকার টিকিট সব কোথায় গেল? সাধারণ লোক তো ‘বুক মাই শো’ থেকে টিকিটই পায়নি। ওয়েবসাইট খোলার পাঁচ মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল কীভাবে? একাংশ অভিযোগ তুলছেন সিএবি-র দিকে।

অনেকে তো আবার এমনও বলছেন যে, জগমোহন ডালমিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা অভিষেক ডালমিয়ার সময় টিকিটের ব্যবস্থাপনা এতটা খারাপ ছিল না। প্রাক্তন ক্রিকেটাররা বর্তমানে পান মাত্র একটি টিকিট। সেটা পেতেই তাদের কালঘাম ছুটে যাচ্ছে।

এক্ষেত্রে সিএবি-র তরফ থেকে ক্যাগের যুক্তি দেখানো হলেও, তা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ক্যাগ-এর নির্দেশ অনুযায়ী, ৯০% টিকিট সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা। ইডেনের টিকিট তো সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে যাওয়ার কথা। যাওয়ার কথা বাংলার প্রাক্তন ক্রিকেটারদের কাছে।

কিন্তু দেদার ব্ল্যাকে বিকোচ্ছে টিকিট। কখনও ৫০০ টাকা বেশি, কখনও আবার ডবল দাম। আটকাবে কে?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari