KKR vs RR Live Updates: ইডেনকে মাতিয়ে রাসেলের তাণ্ডব! সঙ্গে কার্যকরী বোলিং, রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় নাইটদের

Published : May 04, 2025, 07:18 PM ISTUpdated : May 04, 2025, 07:41 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

KKR vs RR Live Updates: ক্রিকেটের নন্দনকাননে উঠল রাসেল ঝড় এবং বাজিমাত করল কেকেআর (KKR)। 

KKR vs RR Live Updates: আইপিএল-এর (IPL 2025) সুপার সানডে-তে রবিবার প্রথম ম্যাচে, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (Kolkata Knight Riders vs Rajasthan Royals)।

সেই ম্যাচেই রুদ্ধশ্বাস জয় তুলে নিল নাইটরা (rr vs kkr)। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে। শুরুটা একটু স্লথ গতিতে হলেও, তারপর থেকেই দাপট শুরু করে কেকেআর। তার মধ্যে আবার ঘরের মাঠে ম্যাচ। ফলে, বিপুল জনসমর্থন ছিলই (knight riders vs royals)।

 

 

ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ৩৫ রান। সুনীল নারিন ১১ রানে ফিরে গেলেও হাল ধরেন অধিনায়ক। রাহানের ঝুলিতে গুরুত্বপূর্ণ ৩০ রান। তবে এই ম্যাচে বেশ ভালো ব্যাট করেন তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। তাঁর সংগ্রহে ৪৪ রান। কিন্তু রবিবার, গোটা ইডেনে তাণ্ডব চালালেন আন্দ্রে রাসেল (kolkata knight riders vs rajasthan royals timeline)। যেন আক্ষরিক অর্থেই প্রমাণ করলেন ‘রাসেল-মাসেল’। উপহার দিলেন ২৫ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। যার মধ্যে ছিল ৪টি চার এবং ৬টি বিশাল ছক্কা। এমনকি, তিনি ইনিংসের শেষ অবধি অপরাজিত ছিলেন (rr kkr)। 

তাঁকে যোগ্য সঙ্গত দেন রিঙ্কু সিং। খেলেন মাত্র ৬টি বল। কিন্তু সংগ্রহে ১৯ রান। সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তুলে ফেলে নাইটরা। নিঃসন্দেহে বড় স্কোর।  অন্যদিকে, রয়্যালসদের হয়ে ১টি করে উইকেট পান জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, যুধবীর সিং চরক এবং রিয়ান পরাগ।  

আর জবাবে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে রাজস্থান। বৈভব সূর্যবংশী ফিরে যান মাত্র ৪ রানে। বৈভব আরোরার বলে, লং-এ দৌড়ে দুরন্ত ক্যাচটি নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। অপরদিকে, ৩৪ রান করেন যশস্বী জয়সওয়াল (kolkata knight riders vs rajasthan royals players)। 

 

 

কিন্তু মিডল অর্ডারে নেমে কার্যত, খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান কুণাল সিং রাঠোর। এছাড়াও ধ্রুভ জুরেল এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝুলিতেও ‘শূন্য’। বড় লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে রাজস্থানের তিনজন ব্যাটার এদিন ‘শূন্য’ রানে ফিরে যান। এক্ষেত্রে অবশ্যই নাইট বোলারদের প্রশংসা করতে হবে (kkr vs rr toss)। 

সঠিক সময়ে উইকেট তুলে নিয়ে এবং কার্যকরী বোলিং করে রান আটকাতে সক্ষম হয়েছেন তারা। সেইসঙ্গে, এদিন কলকাতার ফিল্ডিংও যথেষ্ট ভালো হয়েছে। তবে রাজস্থানের হয়ে বিপদের সময়ে জ্বলে ওঠেন অধিনায়ক রিয়ান পরাগ। খেলেন ৪৫ বলে ৯৫ রানের অসাধারণ ইনিংস। শিমরন হেটমেয়ার করেন ২৯ রান (match ipl)। 

তবে শেষদিকে নেমে শুভম দুবে  দুর্দান্ত খেলেন। একটা সময় তো মনে হচ্ছিল, রাজস্থান হয়ত ম্যাচ বের করে নেবে। কারণ, একদম জয়ের কাছাকাছি পৌঁছে গেছিল তারা। শেষ ওভারের শেষ বল পর্যন্ত ম্যাচ গড়ায়। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে কার্যত, ম্যাচ জমিয়ে দেন দুবে। এদিকে শেষ বলে দরকার ছিল ৩ রান। 

কিন্তু রান আউট হয়ে যান জোফ্রা আর্চার। ফলে, হাড্ডাহাড্ডি এই ম্যাচে ১ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় নাইটরা।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম